দিব্যেন্দু রায়,মঙ্গলকোট(পূর্ব বর্ধমান),৩১ জানুয়ারী : প্রাথমিক স্কুলে শিক্ষকতার চাকরি পাওয়ার আগে থেকে যুবকের মনে সুপ্ত বাসনা ছিল বিয়ের পর নববধূকে রয়্যাল এনফিল্ড বাইক বা ‘বুলেট’-এ চাপিয়ে বাড়ি নিয়ে আসবেন । কিন্তু চাকরি পাওয়ার পর একটি হিরো বাইক কিনলেও দামের কারনে বুলেট কেনা সম্ভব হয়ে ওঠেনি । এদিকে বিয়ের দিনও ঠিক হয়ে গেছে । তাই শখ মেটাতে ভাড়ায় একটি বুলেট বাইক পেতে ফেসবুকে পোস্ট করলেন পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট থানার যজ্ঞেশ্বরডিহি গ্রামের বাসিন্দা প্রাথমিক স্কুলের শিক্ষক বাপ্পা দাস ।
সোমবার সকালে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি বুলেটের ছবিসহ পোস্ট করেন বাপ্পা দাস । সেখানে তিনি লিখেছেন, ‘২৪ ঘন্টার জন্য একটি রয়্যাল এনফিল্ড বাইক(এই মডেলের বা অন্য কিছু)
কোথাও ভাড়া পাওয়া যাবে ? বা কারও ব্যক্তিগত থাকলে তিনি কি ভাড়া দেবেন ? কেউ দিতে চাইলে তার প্রয়োজনের জন্য ভাড়া সহ একটি ছোট বাইক (HF Delux) দেওয়া হবে । প্লিজ এরমধ্যে কোনও অহঙ্কার বা আভিজাত্যের মনোভাব খুঁজবেন না । শুধুমাত্র শখ/ইচ্ছাপূরণের জন্যই এই পোষ্ট। কিন্তু কেনার সামর্থ্য নেই। তাই এই পন্থা ।পাছে কাউকে চাইলে সে যদি না দেয় তাহলে খুব খারাপ লাগবে । কোনও দাদা/ভাই/বন্ধু/ছাত্র/আমার পরিচিত যদি কেউ এমনিতে দিতে চাও/চান তাহলে তাকে অগ্রিম ধন্যবাদ ।’ সব শেষে তিনি লেখেন, ‘খুব দরকার । অনুগ্রহ করে সহযোগিতা করুন ।’
কিন্তু কি এমন দরকার পড়ল যে একটা বুলেট বাইক ভাড়ায় পেতে ফেসবুকে পোস্ট করতে হল ? এই প্রসঙ্গে বাপ্পা দাস বলেন, ‘চাকরি পাওয়ার আগে থেকেই আমার শখ ছিল বিয়ের পর বউকে বুলেটে চাপিয়ে বাড়ি নিয়ে আসব । বিয়ের দিনও ঠিক হয়ে গেছে । আগামী বুধবার আমার বিয়ে । বেশি সময়ও নেই । এদিকে নতুন বাড়ি নির্মাণ করার ফলে হাতে আর বিশেষ টাকা নেই যে একটা নতুন বুলেট বাইক কিনবো । তাই ফেসবুকে পোস্ট করতে বাধ্য হলাম । আমার একটা হিরো বাইক আছে । তাই বুলেট মালিকের সুবিধার্থে সেই বাইকটি নিখরচায় আমি চালাতে দেবো ।’
তবে নিছক শখ মেটানোই নয়,এর পিছনে আরও একটি কারন আছে বলে জানিয়েছেন বাপ্পাবাবু । তিনি জানান,তাঁর হবু স্ত্রী গাড়িতে চাপলেই অসুস্থ হয়ে পড়ে । বমি হয় । তাই বিয়ের পরের দিন বউকে শ্বশুরবাড়ি থেকে বাইকে চাপিয়ে বাড়ি নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছেন বলে তিনি জানান । পরিবার সুত্রে জানা গেছে,মন্তেশ্বর থানার মালডাঙ্গার কাছে কালসর গ্রামে বিয়ে হচ্ছে বাপ্পা দাসের । বরযাত্রীদের জন্য থাকছে একাধিক চার চাকা গাড়ি । কিন্তু শখ পুরনের পাশাপাশি স্ত্রীর কথা ভেবে তিনি বুলেট বাইকে চড়ে বিয়ে করতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন । এদিকে প্রাথমিক স্কুল শিক্ষকের এহেন পোস্ট ঘিরে শোড়গোল পড়ে গেছে এলাকায় ।।