এইদিন ওয়েবডেস্ক,ইংরেজবাজার(মালদা),৩১ জানুয়ারী : স্ত্রীর জন্য ওষুধ কিনতে বেড়িয়ে আর বাড়ি ফেরা হল না বৃদ্ধের । মাঝ রাস্তাতেই পিষে দিল মাটি বোঝাই একটি লরি । সোমবার সকালে দূর্ঘটনাটি ঘটেছে মালদা জেলার ইংরেজবাজার থানার দৌলতপুর মুক্তিকলোনি এলাকায় । পুলিশ জানিয়েছে মৃতের নাম অশোক মজুমদার(৭০) । তাঁর বাড়ি ইংরেজবাজারের বাগবাড়ি বাঁধ এলাকায় ।স্থানীয়দের অভিযোগ,এলাকার মাটির অবৈধ কারবারিদের দৌরাত্ম্য ব্যাপকভাবে বেড়ে গেছে । অহরহ যাতায়ত করছে মাটি বোঝাই লরি । যার ফলে প্রায়ই দূর্ঘটনার মত পরিস্থিতির সৃষ্টি হচ্ছে ।
এই অভিযোগ তুলে ক্ষিপ্ত বাসিন্দারা রাস্তায় বৃদ্ধের মৃতিদেহ রেখে তুমুল বিক্ষোভ দেখাতে শুরু করে । খবর পেয়ে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠালে ঘন্টা তিনেক পর পরিস্থিতি স্বাভাবিক হয় ।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ,এলাকার জমি মাফিয়ারা বেশ কিছুদিন ধরে অবৈধভাবে জমি ভরাট করছে । প্রতিবাদ করলে প্রাণনাশের হুমকি দিচ্ছে মাফিয়ারা । গভীর রাত পর্যন্ত মাটি বোঝাই গাড়ির আনাগোনা চলছে । ফলে প্রায় প্রতিদিনেই ঘটছে ছোটখাটো দূর্ঘটনা ।
জানা গেছে,অশোক মজুমদারের বাড়িতে রয়েছেন অসুস্থ স্ত্রী । এদিন সকালে স্ত্রীর জন্য ওষুধ কিনতে তিনি সাইকেলে চড়ে বাজারে যাচ্ছিলেন । সেই সময় একটি মাটি বোঝাই লরি পিছন থেকে তাঁর সাইকেলের ধাক্কা দিলে রাস্তার উপরে তিনি ছিটকে পড়েন । লরির চাকায় পিষ্ট হয়ে দূর্ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় । এরপরেই স্থানীয় বাসিন্দারা ক্ষিপ্ত হয়ে রাস্তার উপর মৃতদেহ রেখে তুমুল বিক্ষোভ দেখাতে শুরু করে দেয় । যদিও এদিন দুপুর পর্যন্ত এনিয়ে থানায় কোনও নির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয়নি বলে জানা গেছে ।।