এইদিন ওয়েবডেস্ক,ব্রাজাভিল,৩০ জানুয়ারী : প্রায় পাঁচ বছর আগে জাতিসংঘের দুই বিশেষজ্ঞকে হত্যার দায়ে ৫১ জনের মৃত্যুদণ্ডের নির্দেশ দিল ডেমোক্রেটিক রিপাবলিকান কঙ্গোর সামরিক আদালত । নিহত দুই বিশেষজ্ঞ হলেন সুইডেনের নাগরিক জাইদা কাতালান ও আমেরিকান মাইকেল শার্প । তাঁরা ২০১৭ সালের মার্চে সরকারি বাহিনী ও একটি সশস্ত্রগোষ্ঠীর মধ্যে সংঘর্ষের ঘটনার তদন্ত করতে কঙ্গোর কাসাই অঞ্চলে গিয়ে হঠাৎ নিখোঁজ হয়ে যান । পরে ওই বছরের ২৮ মার্চ একটি গ্রামে তাদের মৃতদেহ পাওয়া যায় ।
এই দুই কূটনীতিককে হত্যার ঘটনা বিশ্বজুড়ে তোলপাড় শুরু হয়ে যায় । দেশটির কর্তৃপক্ষ দাবি করে জঙ্গিগোষ্ঠীর লোকেরা তাদের হত্যা করেছে ।বেশ কয়েকজনকে গ্রেফতার করে জেলে পাঠানো হয় । তারপর বিগত চার বছর ধরে কঙ্গোর সামরিক আদালতে এই হত্যাকাণ্ডের বিচার চলছিল । সম্প্রতি ৫১ জনকে দোষী সব্যস্ত করে মৃত্যুদণ্ডের নির্দেশ দেয় আদালত ।।