প্রদীপ চট্টোপাধ্যায়,বর্ধমান,২৯ জানুয়ারী : শনিবার ভোর রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের কোভিড ওয়ার্ডে । ঘুমন্ত অবস্থায় দগ্ধ হয়ে মৃত্যু হল এক রোগিনীর । হাসপাতাল সুত্রে জানা গেছে,মৃতার নাম সন্ধ্যা মণ্ডল(৬০)। বাড়ি পূর্ব বর্ধমান জেলার গলসি থানার বড়মুড়িয়া গ্রামে । মৃতার পরিবার ও চিকিৎসাধীন অনান্য রোগীর আত্মীয়দের অভিযোগ, ঘটনার সময় হাসপাতালের নিরাপত্তারক্ষী ও অন্য কর্মীরা গভীর ঘুমে আচ্ছন্ন ছিল । এনিয়ে হাসপাতালের কর্মী ও নিরাপত্তা রক্ষীদের বিরুদ্ধে গাফেলতির অভিযোগ তুলে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা । যদিও গাফেলতির অভিযোগ অস্বীকার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ । মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ।
জানা গেছে,বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের রাধারাণী ওয়ার্ডকে কোভিড ওয়ার্ডে রুপান্তরিত হয়েছে । ওই ওয়ার্ডের ৬ নম্বর ব্লকে ভর্তি ছিলেন সন্ধ্যা মণ্ডল নামে ওই বৃদ্ধা । এদিন ভোর সাড়ে চারটে নাগাদ ওয়ার্ডে কোনওভাবে আগুন ধরে যায় । সেই আগুন সন্ধ্যাদেবীর বিছানায় ছড়িয়ে পড়ে । তখন তিনি ও তাঁর আত্মীয় গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন । আগুনের উত্তাপে যখন তাঁর ঘুম ভাঙে তখন আর কিছু করার ছিল না ওই বৃদ্ধার । কার্যত জীবন্ত দগ্ধ হয়ে বিছানাতেই তাঁর মৃত্যু হয় ।
জানা গেছে,একজন কোভিড রোগীর আত্মীয় প্রথমে আগুন দেখতে পান । তখন তিনি চিৎকার করে অন্যদের ঘুম থেকে তোলেন । খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকলের একটি ইঞ্জিন। তবে তার আগেই হাসপাতালের কর্মীরাই আগুন নিভিয়ে ফেলে । আগুন লাগার সময় হাসপাতালের নিরাপত্তারক্ষী ও অন্য কর্মীরা ঘুমিয়ে ছিল বলে দাবি করেছেন চিকিৎসাধীন অনান্য রোগীর আত্মীয়রা । যদিও এই অভিযোগ অস্বীকার করেছে হাসপাতাল কর্তৃপক্ষ ।
বর্ধমান মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ প্রবীর সেনগুপ্ত জানিয়েছেন,রোগিনীর মৃত্যুর ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছেন । ঘটনার তদন্তের জন্য ফরেন্সিক দলকে খবর দেওয়া হয়েছে ।।