এইদিন ওয়েবডেস্ক,বীরভূম,২৮ জানুয়ারী : বেআইনিভাবে উত্তোলন করা কয়লা উদ্ধারকে কেন্দ্র করে হুলুস্থুল কান্ড বেধে গেল বীরভূম জেলার লোকপুর থানার নওপাড়া গ্রামে । পুলিশ-জনতা খন্ডযুদ্ধে উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা । পুলিশ ক্ষিপ্ত জনতাকে লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড কাঁদানে গ্যাসের সেল ফাটায় । গ্রামবাসীদের অভিযোগ,জনতাকে লক্ষ্য করে গুলি ছুড়েছে পুলিশ । যদিও পুলিশের তরফ থেকে এই অভিযোগ অস্বীকার করে গ্রামবাসীদের বিরুদ্ধে পুলিশকে লক্ষ্য করে ইঁট পাটকেল ছোড়ার পালটা অভিযোগ করা হয়েছে । এই ঘটনায় পুলিশ কর্মী ও গ্রামবাসী মিলে বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানা গেছে । ক্ষিপ্ত জনতা একটি ডাম্পারে আগুন ধরিয়ে দেয় । সমগ্র ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় এলাকায় । এলাকায় উত্তেজনা থাকায় টহল দিচ্ছে পুলিশবাহিনী ।
জানা গেছে,এদিন দুপুর ১২ টার পর ১০-১২ টা গাড়িতে করে লোকপুর থানার পুলিশবাহিনী নওপাড়া গ্রামে যায় বেআইনিভাবে উত্তোলন করা কয়লা উদ্ধারের জন্য । পুলিশের গাড়িগুলি যাওয়ার আগেই জড়ো হয়েছিল কয়লা উত্তোলনকারীদের দলবল । পুলিশের গাড়িগুলি গ্রামের মসজিদ সংলগ্ন দাঁড়াতেই কয়লা মজুতকারীরা পুলিশকে লক্ষ্য করে ইঁটপাটকেল ছুড়তে শুরু করে বলে অভিযোগ ।
জানা গেছে,পুলিশ তাদের পিছু ধাওয়া করে । এদিকে মসজিতে তখন জুম্মার নমাজ চলছিল । প্রচুর মানুষ তখন নমাজ পড়ছিলেন । ওই সমস্ত লোকজন পুলিশের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ তুলে ঝামেলায় জড়িয়ে পড়েন । শুরু হয় পুলিশ জনতা খন্ডযুদ্ধ । সেই সময় একটি ডাম্পারে আগুন ধরিয়ে দেয় ক্ষিপ্ত গ্রামবাসীরা । পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ কাঁদানে গ্যাসের সেল ছোড়ে ।
গ্রামবাসীদের অভিযোগ, শুধু কাঁদানে গ্যাসই নয়, গুলিও ছোড়ে পুলিশ । গুলি লেগে মাদ্রাসার দুই পড়ুয়া আহত হয়েছে বলে তাঁদের অভিযোগ । যদিও গুলি চালানোর অভিযোগ অস্বীকার করেছে পুলিশ ।
এদিকে খবর পেয়েই নওপাড়া গ্রামে ছুটে আসেন খয়রাশোল ব্লক তৃনমূল সভাপতি কাঞ্চন অধিকারী ও নাকড়াকোন্দা অঞ্চল তৃণমূল সভাপতি সুমন্ত মুখার্জি । তাঁরা গ্রামবাসীদের সঙ্গে কথা বলে উত্তেজনা প্রশমনের চেষ্টা করেন ।।