এইদিন ওয়েবডেস্ক,উনা,২৭ জানুয়ারী : মৃত্যু হল অলিম্পিক স্বর্ণপদক জয়ী ভারতীয় হকি দলের অধিনায়ক চরণজিৎ সিংয়ের । বৃহস্পতিবার ভোর ৫ টা নাগাদ হিমাচল প্রদেশের উনা জেলার মাইডি এলাকায় নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন । মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯১ বছর । এদিন বিকেল ৪ টার সময় স্বর্গধামে তার শেষকৃত্য সম্পন্ন হবে বলে জানা গেছে । তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ ক্রীড়া জগৎ ।
১৯৩১ সালের ৩ ফেব্রুয়ারী উনাতে জন্মগ্রহন করেন প্রখ্যাত হকি খেলোয়াড় চরণজিৎ সিং । ১৯৬৪ সালের টোকিও অলিম্পিকে ইতিহাস সৃষ্টি করেছিলেন । তাঁর নেতৃত্বেই এই অলিম্পিকে সোনা জিতেছিল ভারতীয় হকি দল । তাঁর এই বিশেষ কৃতিত্বের জন্য তাঁকে অর্জুন পুরস্কার এবং পদ্মশ্রী দিয়ে সম্মানিত করে ভারত সরকার । এখনও পর্যন্ত হিমাচল প্রদেশ থেকে মাত্র একজন খেলোয়াড়ই ভারতীয় হকি দলের অধিনায়কত্ব করেছেন ।কিছুদিন ধরে তিনি বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন । এদিন নিজের বাড়িতেই শেষনিঃশ্বাস ত্যাগ করেন ।।