এইদিন ওয়েবডেস্ক,মুম্বাই,২৭ জানুয়ারী : দেহত্যাগ করলেন পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত বিখ্যাত কথাকলি নৃত্যশিল্পী মিলেনা সালভিনি (Milena Salvini) । ২৬ জানুয়ারি বুধবার তিনি পৃথিবীকে চির বিদায় জানিয়ে না ফেরার দেশে চলে গেছেন । ইতালিতে জন্মগ্রহন এবং ফ্রান্সের নাগরিক ছিলেন প্রখ্যাত এই নৃত্যশিল্পি । সালভিনি ১৯৬২ সালে কেরালার কালামান্দমে দুই বছরের একটি বৃত্তি পেয়েছিলেন । ক্লাসিক্যাল নৃত্য শেখানোর জন্য ১৯৭৫ সালে তিনি এক সহশিল্পীর সঙ্গে প্যারিসে ‘প্যাভিলিয়ন সেন্টার’ প্রতিষ্ঠা করেন । ইউনেস্কোর সাহায্যও পেয়েছেন । অভিনয়ের ক্ষেত্রে তার অবদানের জন্য ভারত সরকার তাকে ২০১৯ সালে পদ্মশ্রী দিয়ে সম্মানিত করে ।
মিলেনা সালভিনির মৃত্যুতে সোশ্যাল মিডিয়ায় তাঁর অসংখ্য ভক্ত তাঁকে শেষ শ্রদ্ধা জানাচ্ছেন । অনেক নেতা এবং জাতীয় ও আন্তর্জাতিক সংস্থার পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয়েছে তাঁকে । বিখ্যাত কথাকলি নৃত্যশিল্পী মিলেনা সালভিনির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । তাঁর আত্মার শান্তি কামনা করে প্রধানমন্ত্রী মোদি তার ট্যুইটে লিখেছেন, ‘মিলিনা সালভিনি ভারতীয় সংস্কৃতির প্রতি ভালোবাসার জন্য স্মরণীয় হয়ে থাকবেন । তিনি ফ্রান্স জুড়ে কথাকলিকে আরও জনপ্রিয় করার জন্য অক্লান্ত পরিশ্রম করেছিলেন । তার মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। তাঁর পরিবার ও শুভানুধ্যায়ীদের প্রতি আমার সমবেদনা রইল । ঈশ্বর তাঁর আত্মার শান্তি দিন ।’ প্রধানমন্ত্রীর পাশাপাশি শোক প্রকাশ করে ট্যুইট করেছেন উপরাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডুও ।।