এইদিন ওয়েবডেস্ক,পাণ্ডবেশ্বর(পশ্চিম বর্ধমান),২৬ জানুয়ারী : খোলামুখ খনিতে নেমে বেআইনিভাবে কয়লা উত্তোলন করতে গিয়েছিল স্থানীয় কয়েকজন বাসিন্দা । সেই সময় খনিতে ধ্বস নামে । তাতে এক মহিলাসহ ৪ জনের মৃত্যু হয়েছে । আহত একজন । বুধবার ভোররাতে ঘটনাটি ঘটেছে পশ্চিম বর্ধমান জেলার পাণ্ডবেশ্বর থানার মাধাইপুর এলাকার একটি খোলামুখ খনিতে । পুলিশ জানিয়েছে,মৃতদের নাম আনাহরি বাউড়ি (৫০ ),শ্যামল বাউরি (২৩ ),নটবর বাউরি ( ২৫ ) ও পিংকি বাউরি । কিশোর বাউড়ি নামের এক ব্যক্তিকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে । হতাহতরা একই পরিবারের সদস্য বলে জানা গেছে ।
স্থানীয় সুত্রে খবর,এদিন ভোর রাতে মাধাইপুরব এলাকার বাসিন্দা একই পরিবারের ৫ জন মিলে ওই খোলামুখ খনিতে থেকে কয়লা চুরি করতে গিয়েছিলেন । সেই সময় খনিতে আচমকা ধ্বস নামে । পাঁচ জনেই কয়লা চাপা পড়ে যান । খবর চাওড় হতে দূর্ঘটনাস্থলে ভিড় জমান প্রচুর সংখ্যক মানুষ । প্রথমে কিশোর বাউড়িকে জীবিত উদ্ধার করা করা হয় । পরে ধ্বসে পড়া কয়লা সরিয়ে বাকি ৪ জনের মৃতদেহ উদ্ধার হয় ।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, যখন থেকে খোলামুখ খনির হয়েছে তখন থেকেই অবৈধভাবে কয়লা তুলে পাচার করা হচ্ছে । অবৈধভাবে কয়লা খনন বন্ধে পুলিশ যদি আগে থেকে ব্যাবস্থা নিত তাহলে এই দূর্ঘটনা ঘটত না বলে দাবি স্থানীয়দের ।।