দিব্যেন্দু রায়,ভাতার(পূর্ব বর্ধমান),২৬ জানুয়ারী : রাজ্য জুড়ে ‘গণ অর্থ সংগ্রহ অভিযান’ শুরু করেছে সিপিএম । ১৫ জানুয়ারি থেকে শুরু হওয়া সিপিএমের এই দলীয় কর্মসূচি চলবে দুসপ্তাহ ব্যাপী । বুধবার পূর্ব বর্ধমানের ভাতারের সাহেবগঞ্জ ১ অঞ্চলের বিঘরা গ্রামে সিপিএমের কয়েকজন নেতাকর্মীরা মিলে অর্থ সংগ্রহ অভিযানে গেলে তৃণমূলের লোকজন তাঁদের উপর চড়াও হয়ে বেদম মারধর করে বলে অভিযোগ । মারধরের ফলে তিনজন সিপিএম নেতা আহত হয়েছেন ৷ যদিও তৃণমূলের দাবি,সিপিএমের লোকজনের উস্কানিমূলক কথাবার্তার কারনে সাধারণ মানুষ ক্ষিপ্ত হয়ে প্রতিবাদ করেছেন । এর সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই ।
জানা গেছে,দলীয় কর্মসূচি ‘গণ অর্থ সংগ্রহ অভিযান’ উপলক্ষে এদিন সকালে বিঘরা গ্রামে গিয়েছিলেন সিপিএমের পূর্ব বর্ধমান জেলা কমিটির সদস্য বামাচরণ বন্দ্যোপাধ্যায়, খেতমজুর সংগঠনের ভাতার ২ ব্লক কমিটির সম্পাদক রাস হাজরা, কৃষকসভার ভাতার থানা কমিটির নেতা মানবেন্দ্র সাহা, সীতাংশু ভট্টাচার্য ও তারাপদ ঘোষ প্রমুখ । তাঁরা ছাড়াও কয়েকজন সিপিএমের কর্মীও বেড়িয়েছিলেন দলীয় কর্মসূচি পালনে ।
বামাচরণ বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ,’ আমরা বিঘরা গ্রামে চাঁদা সংগ্রহ করার সময় ৪০-৫০ জনের তৃণমূল কংগ্রেসের আশ্রিত দুস্কৃতীদল আমাদের ঘিরে ধরে । তাঁদের প্রত্যেকের হাতেই অস্ত্রসস্ত্র ছিল । ওরা বিনা প্ররোচনায় আমাদের উপর চড়াও হয়ে কয়েকজনকে ব্যাপক মারধর করে ।’
অন্যদিকে তৃণমূল কংগ্রেসের জেলা কমিটির সহ সভাপতি বাসুদেব যশ বলেন,’ভাতারের বর্তমান বিধায়ক মানগোবিন্দ অধিকারীকে একসময় ওই সমস্ত সিপিএম নেতাদের প্রত্যক্ষ মদতে গুলি করে প্রাণে মারার চেষ্টা করেছিল সিপিএম । কিন্তু অল্পের জন্য প্রাণে বাঁচেন মানগোবিন্দবাবু । এদিন সিপিএম নেতারা চাঁদা সংগ্রহ করতে গেলে পুরনো সেই ঘটনার কথা তোলেন গ্রামবাসীরা । তখন সিপিএম নেতারা গ্রামবাসীদের সঙ্গে বচসা ও ঠেলাঠেলিতে জড়িয়ে পড়ে । সেই সময় একজন সিপিএম নেতার মাথা দেওয়ালে ঠুঁকে গেলে মাথা ফেটে যায় ।’
জানা গেছে, দু’পক্ষের মধ্যে হাতাহাতির জেরে রাস হাজরার মাথা ফেটে যায় । আহত হন আরও দুই সিপিএম কর্মী । রাস হাজরাকে তড়িঘড়ি গুসকরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় । বাকি দু’জনকে চিকিৎসার জন্য আনা হয় ভাতার স্টেট জেনারেল হাসপাতালে । পরে সিপিএমের তরফ থেকে কৃষকসভার নেতা মানবেন্দ্র সাহা ৪ জনের বিরুদ্ধে ভাতার থানায় অভিযোগ দায়ের করেন । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।।