এইদিন ওয়েবডেস্ক,মালদা,২৫ জানুয়ারী : ব্যবসায়ীর কাছ থেকে টাকা ছিনতাইয়ের ঘটনার ৮ দিনের মাথায় ৩ ছিনতাইবাজকে গ্রেফতার করল মালদা জেলার মানিকচক থানার পুলিশ । পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম বসির সেখ,সেখ সুলেমান ও সাদেকুল সেখ । ধৃতদের প্রত্যেকের বাড়ি মানিকচক থানা এলাকায় । ধৃতদের কাছ থেকে ছিনতাই হওয়া ৫৫ হাজার টাকা উদ্ধারের পাশাপাশি একটি সেভেন এমএম পিস্তল, চার রাউন্ড কার্তুজ ও একটি বাইক উদ্ধার হয়েছে বলে জানিয়েছে পুলিশ । মঙ্গলবার ধৃতদের মালদা জেলা আদালতে তোলা হয় ।
পুলিশ সুত্রে জানা গেছে,ছিনতাইবাজদের কবলে পড়া ব্যাবসায়ীর নাম রতন সাহা । তাঁর বাড়ি ইংলিশবাজার বিবেকানন্দ পল্লি এলাকায় । গত ১৬ জানুয়ারী রাতে তিনি বাইকে চড়ে অমৃতি হয়ে মথুরাপুরের দিকে যাচ্ছিলেন । তখন তাঁর পিছু ধাওয়া করে বাইক আরোহী ৩ দুষ্কৃতি । রতনবাবু মোহনা হাইরোডে আসতেই দুষ্কৃতিরা তাঁর পথ আটকায় । তারপর তাঁকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে ও মারধর করে ৫৫ হাজার টাকা,মোবাইল ও হাতব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতিরা। ঘটনার পরের দিন এনিয়ে তিনি মানিকচক থানার অভিযোগ দায়ের করেন ।
এদিন সন্ধ্যায় থানায় সাংবাদিক সম্মেলন করেন জেলা পুলিশের ডিএসপি হেডকোয়ার্টার প্রশান্ত দেবনাথ ও মানিকচক থানার আইসি অক্ষয় পাল । ডিএসপি জানিয়েছেন,অভিযোগ পেতেই অত্যন্ত তৎপরতার সাথে দুষ্কৃতিদের সন্ধানে তল্লাশি অভিযান শুরু করে মানিকচক থানার পুলিশ । তিন ছিনতাইকারীকে গ্রেফতারের পাশাপাশি ছিনতাই হওয়া সামগ্রী উদ্ধার ও দুষ্কৃতিদের বাইকটি আটক করা হয়েছে । বাইকটির মালিক ধৃত সোলেমন শেখ । ডিএসপি বলেন,’ধৃতদের জেরা করে জানা গেছে ঘটনার ৭ দিন আগে থেকে ওই ব্যাবসায়ীর উপর নজর রাখছিল দুষ্কৃতিরা । আদালতের অনুমতিক্রমে এদিন ব্যাবসায়ীর হাতে ছিনতাই হওয়া টাকা ও অনান্য সামগ্রী তুলে দেওয়া হয়েছে ।’ পুলিশের ভূমিকার প্রশংসা করেছেন ওই ব্যবসায়ী ।।