দিব্যেন্দু রায়,ভাতার(পূর্ব বর্ধমান),২৫ জানুয়ারী : বর্ধমান শহরের প্রাণ কেন্দ্র বলে পরিচিত কার্জন গেট সংলগ্ন এলাকার একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখায় দুঃসাহসিক ডাকাতির ঘটনায় আলোড়ন পড়ে গেছে জেলা জুড়ে । প্রায় ৪৫ মিনিটের মধ্যে ব্যাঙ্ক থেকে ৩৩ লক্ষ টাকা নিয়ে চম্পট দেয় ৬-৭ জনের হিন্দিভাষী একটি দুষ্কৃতিদল । মঙ্গলবার বিকেল পর্যন্ত পুলিশ ওই দুষ্কৃতিদলটির হদিশ করতে পারেনি । বর্ধমান শহরের ওই ঘটনার পর এবার জেলার বাজার এলাকার ব্যাঙ্কগুলির নিরাপত্তা জোরদার করতে আসরে নামল জেলা পুলিশ । এদিন ভাতার থানা এলাকার ২৪ টি ব্যাঙ্কের প্রতিনিধিদের নিয়ে পুলিশের তরফ থেকে একটি বৈঠক করা হল । থানায় আয়োজিত ওই বৈঠকে উপস্থিত হয়েছিলেন পূর্ব বর্ধমানের ডিএসপি (ডিএনটি) সৌরভ চৌধুরী, সিআই সাধন বন্দ্যোপাধ্যায়,ভাতার থানার ওসি সৈকত মণ্ডল প্রমুখ পুলিশ আধিকারিকরা ।
ব্যাঙ্কের নিরাপত্তা ব্যাবস্থা জোরদার করতে কি কি পদক্ষেপ নেওয়া যায় তা নিয়েই মূলত আলোচনার হয় এদিন । জানা গেছে,পুলিশের পক্ষ থেকে পরামর্শ দেওয়া হয় যাতে প্রতিটি ব্যাঙ্কের শাখায় সিসিটিভি ক্যামেরার যথাযথ নজরদারি থাকে । বিপদ সংকেতের জন্য ব্যাঙ্কে লাগানো সাইরেন ব্যাবস্থাকে যেন নিয়মিত পরখ করা হয় । ভাতারের পাশাপাশি এদিন গুসকরা শহরের বিভিন্ন ব্যাঙ্কের শাখার প্রতিনিধিদের নিয়েও পুলিশের তরফ থেকে বৈঠক করা হয়েছিল ।।