এইদিন ওয়েবডেস্ক,রাঁচি,২৫ জানুয়ারী : পুলিশের উপর হামলার অভিযোগে কেরালার জেলে বন্দি ঝাড়খণ্ডের ৭১ জন পরিযায়ী শ্রমিক । জেলবন্দিরা প্রত্যেকেই কেরালার এর্নাকুলাম জেলায় ‘কাইটেক্স’ কোম্পানিতে শ্রমিকের কাজ করেন । রাজ্য অভিবাসী কন্ট্রোল রুমকে যত তাড়াতাড়ি সম্ভব শ্রমিকদের সাহায্য করার নির্দেশ দেওয়া হয়েছে। কেরালা সরকারের সঙ্গে কথা বলে বিষয়টি দ্রুত সমাধান করা হবে বলে জানিয়েছেন ঝাড়খন্ডের শ্রমমন্ত্রী সত্যানন্দ ভোক্তা ।
কেরল পুলিশের তরফে জানানো হয়েছে,ঘটনাটি ঘটে গত ২৫ ডিসেম্বর সন্ধ্যার ঝাক্কাম্বালাম এলাকায় । ক্রিসমাসের দিনে শ্রমিকরা মদ্যপ অবস্থায় নিজেদের মধ্যে হাতাহাতিতে জড়িয়ে পড়ে । পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে গেলে পুলিশের উপর চড়াও হয় শ্রমিকদের দলবল । পুড়িয়ে দেওয়া হয় পুলিশের তিনটি জিপ । আহত হয় পাঁচ পুলিশকর্মী । এই ঘটনায় এর্নাকুলামের কুন্নাথুন্ডু থানার পুলিশ একটি স্বতপ্রনোদিত মামলা নথিভুক্ত করে । মামলায় মোট ১৭৩ জন শ্রমিককে আসামি করা হয় (মামলা নং ১৫৮৭/২০২১) । যার মধ্যে ৭১ জন ঝাড়খণ্ডের বাসিন্দা । পরে গ্রেফতার করা হয় অভিযুক্তদের ।
অভিযুক্তদের গ্রেফতারের পর ‘কাইটেক্স’ কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক সাবু জোসেফ এক সংবাদ সম্মেলনে দাবি করেছিলেন, তাঁর কোম্পানির ১৬৪ অভিবাসী শ্রমিককে কোনো প্রমাণ ছাড়াই গ্রেপ্তার করা হয়েছে । ওই সমস্ত দরিদ্র শ্রমিকদের বা তাঁদের কোম্পানির ক্ষতি করার জন্য টার্গেট করা উচিত নয় । যদি সরকার মনে করে কোম্পানিটি বন্ধ হয়ে যাক তাহলে তাঁরা বন্ধ করার জন্যও তৈরি আছেন ।
সাবু জোসেফ বলেন, ‘কোম্পানীর সিসিটিভি ফুটেজ অনুসারে এই মামলায় মাত্র ২৩ জন জড়িত ছিল । কিন্তু কেরালা পুলিশ কোনও প্রমাণ ছাড়াই সমস্ত শ্রমিকের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে । উল্লেখ্য, এর আগে কিটেক্স কোম্পানি সরকারি আধিকারিকদের বিরুদ্ধে হয়রানির অভিযোগ তুলে ৩,৫০০ কোটি টাকার বিনিয়োগ প্রত্যাহার করেছিল ।।