এইদিন ওয়েবডেস্ক,ভাতাড়,১৭ ডিসেম্বর : দুই পৃথক ঘটনায় ৭ জনকে গ্রেফতার করল ভাতাড় থানার পুলিশ । পুলিশ জানিয়েছে,ধৃতদের নাম কাকলী দাস, আশা দাস, দেবু দাস, চন্দন দাস,শ্রীধর দাস, রঞ্জন দাস ও সিদ্ধেশ্বর দাস । ধৃতদের মধ্যে প্রথম তিনজনের বাড়ি ভাতাড় থানার বিজিপুর গ্রামে। চতুর্থজনের বাড়ি মদনাপুকুর গ্রামে । বাকি ৩ জন বিজিপুর গ্রামের বাসিন্দা । বৃহস্পতিবার ধৃতদের বর্ধমান আদালতে তোলা হয় ।
ধৃতদের মধ্যে প্রথম তিনজনকে বেআইনিভাবে চোলাই মদের ভাটি চালানোর অভিযোগে পুলিশ গ্রেফতার করেছে বলে জানা গেছে । পুলিশ সুত্রে খবর, এদিন গোপন সুত্রে খবর পেয়ে বিজিপুর গ্রামে হানা দিয়ে কাকলী দাস, আশা দাস এবং দেবু দাসকে হাতেনাতে ধরে ফেলে পুলিশ। পুলিশ ধৃতদের কাছ থেকে ৬০ লিটার চোলাই মদ উদ্ধার করেছে ।
বাকি চারজনকে ভাতার থানার দাউড়াডাঙ্গা গ্রাম থেকে গ্রেফতার করেছে পুলিশ । পুলিশ জানিয়েছে, এদিন ভোরে ওই চারজন ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল । সেই সময় পুলিশের একটি টহলদারি ভ্যানের নজরে পড়ে যায় । পুলিশকে দেখে তাঁরা পালানোর চেষ্টা করে । কিন্তু পুলিশ পিছু ধাওয়া করে ওই শ্রীধর দাস, রঞ্জন দাস, সিদ্ধেশ্বর দাস ও চন্দন দাসকে ধরে ফেলে । ধৃতদের কাছ থেকে রড, লাঠি ও ভোজালি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ । ওই ৪ জন ডাকাতির উদ্দেশ্যেই জড়ো হয়েছিল বলে অনুমান পুলিশের ।।