দিব্যেন্দু রায়,ভাতার(পূর্ব বর্ধমান),২৪ জানুয়ারী : বামফ্রন্টের জমানায় এলাকার কিছু চাষীকে বেশ কিছু কৃষিজমির পাট্টা দেওয়া হয়েছিল । কিন্তু বিগত দু’এক বছর ধরে সেই জমিতে চাষ করতে গিয়ে চাষীদের বাধার মুখে পড়তে হচ্ছে । পাট্টা পাওয়া জমির জবর দখলের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ । সোমবার সকালে সিপিএম সমর্থক কিছু চাষী পাট্টা পাওয়া জমিতে দলীয় পতাকা পুঁততে গেলে সিপিএম ও তৃণমূলের মধ্যে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে । যদিও আগে থেকে এলাকায় পুলিশ মোতায়েন থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যায়নি । জানা গেছে,পাট্টা পাওয়া জমিকে কেন্দ্র করে উদ্ভুত উত্তেজনা প্রশমনে পাট্টা প্রাপক চাষী ও উভয় দলের নেতাদের এদিন বিকেল ৫ টা নাগাদ ভাতার থানায় আলোচনার জন্য ডেকেছেন ওসি সৈকত মণ্ডল ।
প্রসঙ্গত,বামফ্রন্ট জমানায় ১৯৯৬ সালে কাশীপুর মৌজার অন্তর্গত প্রায় ৪৪ একর কৃষিজমির পাট্টা দেওয়া হয় এলাকার ৩০-৪০ জন চাষীকে । ওই জমির মালিক ছিলেন কামারপাড়ার বাসিন্দা অঘর রায় নামে জনৈক এক চাষী । সীতাংশু ভট্টাচার্য বলেন, ‘এতদিন সব ঠিকঠাক থাকলেও বিগত ২০২০ সাল থেকে ওই সমস্ত জমিতে চাষ করতে গিয়ে সমস্যায় পড়তে হচ্ছে পাট্টা প্রাপকদের । কারন জমিগুলির বর্তমান বাজার মূল্য বিঘা পিছু নুন্যতম ৩-৪ লক্ষ টাকা করে । সেই কারনে এলাকার জমি মাফিয়া ও স্থানীয় তৃণমূল নেতাদের নজর পড়েছে ওই জমিগুলির উপর । চাষীরা চাষ করতে গেলে তাঁরা বাধা দিচ্ছিল । জবর দখলের উদ্দেশ্য অকারন অশান্তি পাকাচ্ছিল । তৃণমূল নেতাদের সহায়তায় যেনতেন প্রকারেণ ওই জমি থেকে পাট্টা প্রাপকদের উৎখাতের চেষ্টা করছে জমি মাফিয়ারা । তাই চাষীদের স্বার্থ রক্ষায় তাঁদের পাশে এসে দাঁড়িয়েছে সারা ভারত কৃষক সভা ।’
স্থানীয় সুত্রে জানা গেছে,এদিন সকালে ওই সমস্ত জমিতে দলীয় পতাকা পোঁতার পাশাপাশি চাষীদের নিয়ে মিছিল করার পরিকল্পনা করেছিল সিপিএমের শাখা সংগঠন সারা ভারত কৃষক সভার নেতৃত্ব । সিপিএম সমর্থক পাট্টা প্রাপক চাষীরা জমিতে দলীয় পতাকা পুঁততে গেলে তাঁদের বাধা দেওয়া হয় বলে অভিযোগ । ঘটনা ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে । যদিও আগে থেকেই পুলিশ বাহিনী মোতায়েন থাকায় উত্তেজনা বেশি দূর গড়ায়নি । শেষে পুলিশের অনুরোধে মিছিল মুলতবি ঘোষণা করে সিপিএম নেতৃত্ব । পরে সিপিএমের পক্ষ থেকে কাশীপুরে বাসস্ট্যান্ড এলাকায় চাষীদের নিয়ে একটি সভা করা হয় । সভায় উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলার কৃষক সভার নেতা বামাচরন বন্দ্যোপাধ্যায়, কৃষক সভার ভাতার ব্লক নেতা তারাপদ ঘোষ,কৃষক সভার ভাতার ব্লকের সহ সম্পাদক সীতাংশু ভট্টাচার্য ছাড়াও সিদ্ধার্থ রায়,মানব সাহা ও সুধাময় মালিক প্রমুখ সিপিএম নেতারা ।
অন্যদিকে ভাতারের বিধায়কমানগোবিন্দ অধিকারী সিপিএমের অভিযোগ অস্বীকার করেছেন । তিনি বলেন,’সিপিএমের আমলে কাউকে পাট্টা দেওয়া হয়নি। ওইসমস্ত জমির আসল মালিক যারা ছিলেন তারাই আইনের বলে জমি দখল নিতে চেষ্টা করছে। এখানে আমাদের দলের কোনও ভূমিকা নেই ।’ সেই সঙ্গে তিনি আশ্বস্ত করেছেন,’যদি কোনও গরিব যোগ্য পরিবার সত্যই খাসজমিতে ভোগদখল করে আসেন আমরা তাদের পাশে থাকবো । প্রয়োজনে তাদের পাট্টা দেওয়ার ব্যবস্থা করব ।’।