শ্যামসুন্দর ঘোষ,মন্তেশ্বর,২৩ জানুয়ারী : সাইকেলে চড়ে দোকান খুলতে আসার পথে ডাম্পারের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক ব্যাবসায়ীর । রবিবার সকালে দূর্ঘটনাটি ঘটেছে মন্তেশ্বর থানার কুসুমগ্রাম বাজারে । পুলিশ জানিয়েছে মৃতের নাম মহম্মদ সৈয়দ আহম্মেদ মণ্ডল ওরফে সবুজ (৫১) । তাঁর বাড়ি মন্তেশ্বর থানার কুলুট গ্রামে । পুলিশ ঘাতক ডাম্পারটি আটক করেছে । জানা গেছে,কুলুট গ্রামের বাসিন্দা সৈয়দ আহম্মেদ মণ্ডলের বাড়িতে রয়েছেন স্ত্রী,এক ছেলে ও এক মেয়ে । কুসুমগ্রাম বাজারে তাঁর স্টেশনারী সামগ্রীর দোকান রয়েছে । সেই কারনে পরিবার নিয়ে কুসুমগ্রাম বাজারের একটি বাড়িতে ভাড়া থাকতেন তিনি ।
ঘটনার প্রত্যক্ষদর্শী তথা মৃতের আত্মীয় মহম্মদ খলিলুর রহমান মন্ডল বলেন, ‘প্রতিদিনের মতই এদিনও সাইকেলে চড়ে দোকানে আসছিল সবুজ । সেই সময় একটি দ্রুত গতির ডাম্পার তাকে পিছন থেকে এসে ধাক্কা দেয় । সবুজ রাস্তার উপরে ছিটকে পড়ে । তখন ডাম্পারের পিছনের চাকায় সে কার্যত পিষে যায় । ঘটনাস্থলেই সবুজের মৃত্যু হয় ।’ তাঁর অভিযোগ, ‘কুসুমগ্রাম বাজারে ফুটপাথের কোনও অস্তিত্বই নেই বলা যেতে পারে । কারন দিনভর ফুটপাতের উপর দাঁড়িয়ে থাকে টোটোসহ বিভিন্ন যানবাহন । ফলে রাস্তাও অনেক সংকীর্ন হয়ে যাওয়ায় চলাচল করতে গিয়ে সমস্যায় পড়তে হয় । একদিকে সংকীর্ন রাস্তা, তার উপর দ্রুত গতিতে ডাম্পারটি যাওয়ার কারনে একটা প্রাণ চলে গেল । ফলে অথৈ জলে পড়ে গেল সবুজের গোটা পরিবারটি ।’ মৃতের পরিবারকে সরকারি সাহায্যের ব্যাবস্থা করার দাবি জানিয়েছে স্থানীয় বাসিন্দারা।।