এইদিন ওয়েবডেস্ক,মালদা,২৩জানুয়ারি : বাড়ি ফাঁকা থাকার সুযোগে সর্বস্ব নিয়ে চম্পট দিল দুষ্কৃতিরা । ঘটনাটি ঘটেছে মালদা জেলার বামনগোলা থানার পাকুয়াহাট এলাকায় । রবিবার সকালে চুরির বিষয়টি প্রতিবেশীদের নজরে পড়তেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় । খবর পেয়ে ঘটনাস্থলে তদন্তে আসে বামনগোলা থানার পুলিশ । বাড়ির মালিকের দাবি,প্রায় ৩ ভরি সোনার গহনা ও নগদ টাকা,বাসনপত্রসহ ২-৩ লক্ষ টাকার সামগ্রী চুরি হয়ে গেছে ।
জানা গেছে,পাকুয়াহাট এলাকার বাসিন্দা সুবোধ পান্ডের বাড়িতে চুরির ঘটনাটি ঘটেছে । গত বুধবার সুবোধবাবুর বাবা মারা যাওয়ার কারনে সপরিবারে তিনি বিহারে গ্রামের বাড়িতে গিয়েছিলেন । এদিন সকালে প্রতিবেশীরা দেখেন ইঁটের দেওয়াল ও অ্যাসবেস্টসের ছাউনি দেওয়া তাঁর দু’কামরার বাড়ির সদর দরজার তালা ভাঙা অবস্থায় রয়েছে । খবর পেয়ে সুবোধবাবুরা তড়িঘড়ি বাড়ি ফিরে আসেন । তাঁরা ঘরে ঢুকে দেখতে পান আলমারি ভাঙা । আলমারিতে রাখা ২-৩ ভরি সোনার গহনা ও নগদ টাকা উধাও হয়ে গেছে । ঘরের জিনিসপত্র লণ্ডভণ্ড হয়ে রয়েছে । কাঁসা পিতলের বাসনপত্র নেই । সর্বস্ব চুরি হয়ে যাওয়ায় কান্নায় ভেঙে পড়েন পরিবারের লোকজন । এভাবে একটি বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা ।।