আজিজুর রহমান,গলসি(পূর্ব বর্ধমান),২২ জানুয়ারী : সহায়ক মূল্যে ধান কেনার দাবিতে গলসির একটি রাইস মিলে বিক্ষোভ দেখালেন এলাকার বেশ কিছু চাষী । চাষীদের অভিযোগ,ওই রাইস মিলের বর্জ্য জল ও ছাইয়ের কারনে আশপাশের বাসিন্দাদের সমস্যায় পড়তে হচ্ছে । এমনকি ভূ-গর্ভস্থ জলস্তর নেমে যাওয়ায় দুর্ভোগে পড়তে হচ্ছে এলাকার বাসিন্দাদের । অথচ এলাকার চাষীদের ধান সহায়ক মুল্যে কেনার বিষয়ে কোনও উৎসাহই দেখায় না ওই রাইস মিল কর্তৃপক্ষ । স্থানীয় চাষীদের কাছ থেকে সহায়ক মুল্যে কেনার দাবিতে শনিবার সকাল ১১ থেকে ওই রাইস মিলের সামনে তুমুল বিক্ষোভ দেখাতে শুরু করেন গলসি ব্লকের পারাজ ও শিড়রাই অঞ্চলের বেশ কিছু চাষী । দীর্ঘক্ষণ ধরে বিক্ষোভ চলে । শেষে রাইস মিল কর্তৃপক্ষ দাবি পূরণের আশ্বাস দিলে বিকেল নাগাদ বিক্ষোভ তুলে নেয় চাষীরা ।
এদিনের বিক্ষোভের প্রসঙ্গে রাইস মিলের তরফ থেকে জানানো হয়েছে,রাইস মিলের বর্জ্য জল বা ছাইয়ের কারনে উদ্ভুত সমস্যার বিষয়ে সংশ্লিষ্ট সরকারী দপ্তরে জানাক এলাকার বাসিন্দারা । তাঁদের কাছে সরকারিভাবে যে নির্দেশ আসবে সেই নির্দেশ তাঁরা যথাযথভাবে মেনে চলবেন । পাশাপাশি রাইস মিল থেকে সিপিসির মাধ্যমে ধান কেনা হচ্ছে বলে দাবি করেছে মিল কর্তৃপক্ষ । কর্তৃপক্ষ জানিয়েছে,পারাজের চাষিদের ধান সরকার সহায়ক মুল্যে কিনে তাদের দিলে তাঁরা নিতে রাজি আছেন ।
যদিও রাইস মিল কর্তৃপক্ষ সিপিসির মাধ্যমে ধান কেনা হচ্ছে বলে যে দাবি করেছে তা নস্যাৎ করে দিয়েছেন শিড়রাই গ্রাম পঞ্চায়েত প্রধান সেখ আব্দুস সামাদ । তার অভিযোগ, ‘গতবারের মতো এবার আর ধান নিতে চাইছে না ওই রাইস মিল । আমার এলাকার অল্প কিছু চাষীর কাছ থেকে ধান কেনা হয়েছে । বহু চাষী এখনও ধান বিক্রি করতে পারেননি ।’।