এইদিন ওয়েবডেস্ক,বর্ধমান,২১ জানুয়ারী : বর্ধমান শহরের প্রাণ কেন্দ্র কার্জনগেটের পাশে দত্ত সেন্টারের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখায় দুঃসাহসিক ডাকাতির ঘটনায় শোরগোল পড়ে গেছে রাজ্য জুড়ে । শুক্রবার সকালে প্রায় ৪৫ মিনিটের মধ্যে ৬ – ৭ জনের সশস্ত্র দুস্কৃতিদল যেভাবে লক্ষাধিক টাকা নিয়ে চম্পট দিয়েছে তাতে শহরবাসীর মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে । তবে দুষ্কৃতিরা ঠিক কত লক্ষ টাকা লুটপাট চালিয়েছে তা সুনির্দিষ্টভাবে জানা যায়নি । এদিকে খবর পেয়েই ব্যাঙ্কে ছুটে যায় বর্ধমান থানার পুলিশ । পৌঁছান জেলা পুলিশ সুপার কামনাশীষ সেন, অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সিংহ রায়সহ জেলা পুলিশের শীর্ষ আধিকারিকরা ।
পুলিশ সুপার কামনাশীষ সেন বলেন,’জেলার সমস্ত চেকপোস্টগুলিতে ও রেল ও বাস স্টেশনে নাকা চেকিং শুরু হয়েছে । ঘটনার তদন্তের জন্য স্পেশাল ইনভেস্টিগেশন টিম(সিট) গঠন করা হয়েছে ।’
ব্যাংঙ্কের গ্রাহক দীপা কুমার,সমীর চৌধুরীরা বলেন, ‘আমরা ১০ টা ১৫ নাগাদ ব্যাঙ্কে ঢুকেছিলাম । গিয়ে দেখি ৬ থেকে ৮ জন যুবক ব্যাঙ্কে ঘোরাঘুরি করছে । তাদের কারোর মুখ মাফলার,কারোর রুমাল, কারোর কাপড় দিয়ে মুখ ঢাকা । সকলের হাতে পিস্তল । পিঠে ছিল স্কুল ব্যাগ । তারা নিজেদের মধ্যে হিন্দিতে কথা বলছিল । আমরা ব্যাঙ্কে ঢোকার সঙ্গে সঙ্গে ওরা আমাদের মাটিতে বসতে বলে । পিস্তল দেখিয়ে আমাদের মোবাইল কেড়ে নেয় । ব্যাঙ্কের এক কর্মী গ্রাহকদের মোবাইল ফিরিয়ে দেওয়ার কথা বললে দুষ্কৃতিরা তাঁকে বেদম পেটায় । ডাকাতদল লুটপাট চালানোর পর প্রায় সাড়ে দশটা নাগাদ পালিয়ে যায় ।’
প্রকাশ্য দিবালোকে কার্জন গেটের মত ব্যাস্ততম জায়গায় এভাবে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে দুঃসাহসিক ডাকাতির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় । উঠছে নিরাপত্তা নিয়ে প্রশ্ন । ব্যাঙ্কের সিসিটিভি ফুটেজের সুত্র ধরে দুষ্কৃতি দলকে চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে পুলিশ । তবে সন্ধ্যা পর্যন্ত এই দুঃসাহসিক ডাকাতির কোনও কিনারা হয়নি বলে জানা গেছে ।।