দিব্যেন্দু রায়,কাটোয়া(পূর্ব বর্ধমান),২১ জানুয়ারী : মায়ের চিকিৎসার জন্য ২০ হাজার টাকা নিয়ে পূর্ব বর্ধমান জেলার কাটোয়া শহরে এসেছিলেন কেতুগ্রামের খলিপুর গ্রামের বাসিন্দা এক ব্যক্তি । কিন্তু তাড়াহুড়োর মাথায় টাকার বান্ডিলটি রাস্তায় পড়ে যায় । টাকা ফেরতের আশা ক্ষীণ জেনেও তিনি কাটোয়া থানার পুলিশের দ্বারস্থ হন । শেষ পর্যন্ত সিসিটিভি ক্যামেরার সাহায্য নিয়ে টাকার বান্ডিলটি কুড়িয়ে পাওয়া ব্যক্তিকে চিহ্নিত করতে সক্ষম হন কাটোয়া থানার কন্ট্রোলরুমে দায়িত্বে থাকা পুলিশ আধিকারিক স্নেহাশীষ চৌধুরী । তারপর তিনি ওই ব্যক্তির বাড়িতে গিয়ে হারিয়ে যাওয়া টাকা উদ্ধার করে আসল মালিকের হাতে তুলে দেন । খলিপুর গ্রামের বাসিন্দা মহম্মদ এস সাইদুল আলম নামে ওই ব্যক্তি টাকা ফেরত পেয়ে পুলিশের প্রশংসায় পঞ্চমুখ । তিনি বলেন, ‘রাস্তায় পড়ে যাওয়া টাকা পুলিশ যে ফেরত পাওয়ার ব্যবস্থা করে দেবে তা কল্পনাও করিনি । পুলিশকে কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই ।’
মহম্মদ এস সাইদুল আলম জানিয়েছে,তাঁর মা কিডনির রোগী। তাই বৃহস্পতিবার তিনি মাকে নিয়ে কাটোয়া শহরে এসেছিলেন চিকিৎসা করাতে । সঙ্গে নিয়েছিলেন ২০ হাজার টাকা । টাকার বান্ডিলটিতে ছিল দুটি ২০০০ টাকা ও বাকিগুলি ৫০০ টাকার নোট । তিনি কাটোয়া রেলস্টেশন থেকে পালিটা রোড ধরে যাওয়ার সময় পকেট থেকে রুমাল বের করতে গিয়ে টাকার বান্ডিলটি রাস্তায় পড়ে যায় । তারপর তিনি টাকার খোঁজ করতে করতে একটি লজের সামনে এলে জনৈক এক দোকানদার জানান একটি লাল রঙের স্কুটি চড়ে আসা এক ব্যক্তি রাস্তা থেকে ওই কুড়িয়ে পেয়েছেন । সাইদুল আলম বলেন, ‘এই কথা শোনার পর আমি কালবিলম্ব না করে কাটোয়া থানার পুলিশকে বিষয়টি জানাই ।’
পুলিশ সুত্রে জানা গেছে,তদন্তকারী পুলিশ আধিকারিক স্নেহাশীষ চৌধুরী সিসিটিভির ফুটেজ পরীক্ষা স্কুটির মালিকের সন্ধান শুরু করেন । তিনি স্কুটির রেজিষ্ট্রেশন নম্বর ধরে জানতে পারেন স্কুটিটির মালিক আদপে কাটোয়ার কেশিয়াপাড়ার এক গৃহবধূ । কিন্তু তখন স্কুটিটি ছিল তাঁর ভাই সাজাহান শেখের কাছে । তিনিই কুড়িয়েছিলেন ওই টাকা । স্কুটির মালিকের সন্ধান পেতেই কেশিয়াপাড়ায় ছোটেন স্নেহাশীষবাবু । এরপর তিনি সাজাহান শেখকে টাকা কুড়ানোর ভিডিও ফুটেজ দেখিয়ে সেই টাকা উদ্ধার করে আসল মালিকের হাতে তুলে দেন ।
প্রসঙ্গত,কাটোয়া শহর ও শহরতলী এলাকায় সিসিটিভি ক্যামেরা লাগানোর পর থেকে একাধিক চুরির কিনারা করতে সক্ষম হয়েছে কাটোয়া থানার পুলিশ । সিসিটিভির ফুটেজের সুত্র ধরে একের পর এক কুখ্যাত দুষ্কৃতিকে পুলিশ পাকড়াও করতে সক্ষম হয়েছে । এবার সিসিটিভির সৌজন্যে টাকা হারানোর ঘন্টা খানেকের মধ্যেই উদ্ধার করতে সক্ষম হল পুলিশ ।।