এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া,১৬ ডিসেম্বর : রাজ্যের শাসকদলের ‘দুয়ারে সরকার’ কর্মসুচীর পালটা হিসাবে ‘আর নয় অন্যায়’ কর্মসুচী চালিয়ে যাচ্ছে বিজেপি । মুলত তৃনমুলের বিরুদ্ধে দুর্নীতি ও সন্ত্রাসের অভিযোগ তুলে তা প্রচারের মাধ্যমে জনসংযোগ বাড়ানোর লক্ষ্যেই এই কর্মসুচীকে বিজেপি সামনে এনেছে বলে মনে করছে অভিজ্ঞমহল । এদিকে এই কর্মসুচীকে হাতিয়ার করে লাগাতার প্রচার চালিয়ে যাচ্ছে পুর্ব বর্ধমানে বিজেপির সাংগঠনিক কাটোয়া জেলার সভাপতি কৃষ্ণ ঘোষ । এই উপলক্ষে বুধবার বিকেলে কাটোয়ায় বিজেপির ৪৩ নম্বর মন্ডলের অন্তর্গত ওকড়সা গ্রামে তিনি একটি পথসভা করলেন । পুরুষদের পাশাপাশি গ্রামের বেশ কিছু মহিলাকে ওই পথসভায় অংশগ্রহন করতে দেখা যায় ।
এদিন কৃষ্ণ ঘোষ রাজ্য সরকারের কড়া ভাষায় সমালোচনা করে বলেন, ‘দেশের গরীব মানুষদের জন্য মাননীয় প্রধানমন্ত্রীজী একাধিক প্রকল্প নিয়ে এসেছেন। কিন্তু তৃনমুল সরকার এরাজ্যে তা লাগু হতে দিচ্ছেন না । যার ফলে প্রধানমন্ত্রী জীবন জ্যোতি যোজনা,আয়ূষ্মান ভারতের মত প্রকল্পগুলির সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন রাজ্যের সাধারন মানুষ ।’।