এইদিন ওয়েবডেস্ক,বাঁকুড়া,২০ জানুয়ারী : মাজারের সম্পত্তি নিয়ে বিবাদের জেরে খুনের মামলায় ৭ অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল বাঁকুড়া জেলার বিষ্ণুপুর মহকুমা আদালত । আদালত সুত্রে জানা গেছে, সাজা প্রাপ্তদের নাম আকবর মণ্ডল, রসিদ মণ্ডল, উম্মর মণ্ডল, মনসুর মণ্ডল, বাদশা মণ্ডল, শেখ সাবের ও শেখ হোসেন । তাঁদের প্রত্যেকের বাড়ি কোতুলপুর থানা এলাকার খিরি গ্রামে খাঞ্জা পাড়ায় ।
সরকারী আইনজীবি গুরুপদ ভট্টাচার্য বলেন,’এদিন বৃহস্পতিবার মূল অভিযুক্ত আকবর আলি মণ্ডল সহ ৭ জনকে ভারতীয় দণ্ডবিধি ১৪৮, ১৪৯ ও ৩০২ ধারায় দোষী সাব্যস্ত করেছেন অতিরিক্ত জেলা দায়রা বিচারক আতাউর রহমান । ধৃতদের প্রত্যেককে ১৪৮ ধারায় এক বছরের কারাদণ্ড, ৩০২ ধারায় যাবজ্জীবন কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা করেছেন বিচারক । অনাদায়ে আরো তিন মাস কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে ।
কোতুলপুর থানা এলাকার খিরি গ্রামে খাঞ্জা পাড়ায় মাজারের সম্পত্তি নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে বেশ কিছুদিন ধরে বিবাদ চলছিল । সেই বিবাদকে কেন্দ্র করে ২০১৭ সালের ১৭ এপ্রিল আকবর মণ্ডলের নেতৃত্বে একটি দল মাজারের উপর চড়াও হয়ে মাজারের ক্যাশিয়ার মতিউর রহমানকে খুন করে বলে অভিযোগ । এই ঘটনার পর নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে ও আদালতে চার্জশিট জমা দেয়। দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে এদিন বিচারক তথ্য প্রমাণের অভাবে ১৫ জনকে বেকসুর মুক্তি দিলেও ৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন ।
মূল অভিযুক্ত মনসুর মণ্ডলের স্ত্রী আফরোজা বিবি বলেন,’ঘটনার সময় আমার স্বামী উপস্থিত ছিলেন না । তাঁকে মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে । এই রায়ের বিরুদ্ধে আমরা উচ্চ আদালতে যাবো ।’।