এইদিন ওয়েবডেস্ক,বাঁকুড়া,২০ জানুয়ারী : বাঁকুড়ার ছাতনা ব্লকের ঝগড়াপুর গ্রামে হাতির হানায় মৃত্যু হল এক ব্যাক্তির। জখম আরও ২ । মৃতের নাম ভবতোষ শীট(৭০) । ঝগড়াপুর গ্রামেই তাঁর বাড়ি । বৃহস্পতিবার সকালে গ্রামে আসা বুনো হাতির দল দেখতে গিয়ে তিনি একটি হাতির সামনে এসে পড়েন । তখন হাতিটি তাঁকে শুড় দিয়ে তুলে আছাড় মারার পর পা দিয়ে পিষে দেয় । ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয় । পরে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় ।
স্থানীয় সূত্রে জানা গেছে, সপ্তাহ খানেক আগে পশ্চিম মেদিনীপুরের সীমানা পেরিয়ে বাঁকুড়ার সারেঙ্গার জঙ্গলে আবির্ভাব হয় ৪ টি শাবক সহ ১০ টি হাতির একটি দলের । দলটি পথ হারিয়ে বুধবার রাতে এসে পৌঁছায় বাঁকুড়া শহর লাগোয়া এলাকায় । এদিন সকালে হাতির দলটি ছাতনা ব্লকের বাবুপাড়া গ্রাম লাগোয়া জঙ্গলে এসে ঢুকে পড়ে । এলাকায় হাতির দল প্রথমবার আসায় বহু মানুষ হাতি দেখতে জঙ্গলে ভিড় জমায় । অতি উৎসাহী মানুষের ভিড় সামাল দিতে বন দফতরের তরফে বারবার ঘোষণাও করা হয় । কিন্তু তাসত্ত্বেও মানুষের উৎসাহে কোনও ভাটা পড়েনি । জানা গেছে,এদিন সকালে কয়েকটি হাতি ভিড়ের দিকে তেড়ে আসে । একজন গ্রামবাসীকে ঘটনাস্থলেই মেরে ফেলে । দু’জন হাতির হানায় গুরুতর জখম হয় । আহতদের বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে ।।