দিব্যেন্দু রায়,ভাতার(পূর্ব বর্ধমান),২০ জানুয়ারী : মানুষ হোক অথবা মানবেতর প্রাণী, মায়ের অপত্যস্নেহ সব ক্ষেত্রেই সমান । সন্তানের কষ্টে সব মায়েরই হৃদয় বিগলিত হয় । চোখের সামনে সন্তানের মৃত্যু দেখলে কোনও মা স্থির থাকতে পারেন না । শোকের কথা মানুষ ভাষায় প্রকাশ করতে পারলেও মানবেতর প্রাণী তা পারে না । তবে মুখে ভাষা না থাকলেও অবলা প্রাণীগুলির চোখে-মুখে- আচরণে প্রকাশ পায় সন্তান হারানোর শোকের অনুভূতি । সদ্য সন্তান হারানো এক কুকুরী মায়ের এমনই এক বুকফাটা আর্তনাদ প্রত্যক্ষ করল পূর্ব বর্ধমান জেলার ভাতার বাজারের গান্ধী কালচার সংলগ্ন এলাকার বাসিন্দারা । ক্ষুধা-তৃষ্ণা-তীব্র ঠান্ডা উপেক্ষা করে রাতভর মৃত সন্তানের দেহ আগলে বসে থাকতে দেখা গেল একটি স্ত্রী কুকুরকে । এমন মর্মস্পর্শী দৃশ্য দেখে পথ চলতি অনেক মানুষেরই চোখে জল দেখতে পাওয়া গেল ।
জানা গেছে,গান্ধী কালচারের আশেপাশে বেশ কিছু বাড়িঘর রয়েছে । পাশে ভাতার-কামারপাড়া রোডের ধারেই রয়েছে পশু হাসপাতাল । পশু হাসপাতালের উলটো দিকে রয়েছে মুরগির মাংস বিক্রির দোকান । ওই দোকানের সামনে দিনভর ঘোরাঘুরি করতে দেখা যায় বেশ কিছু পথ কুকুরকে । কাটা মুরগির পরিত্যক্ত নাড়িভুড়ি ও স্থানীয় বাসিন্দাদের দেওয়া খাবার থেকেই ওই পথ কুকুরগুলির পেট চলে ।
দেখুন ভিডিও :
মুরগির মাংস বিক্রেতা সোমনাথ মাঝি জানিয়েছেন, ওই পথকুকুরগুলির মধ্যে একটি স্ত্রী কুকুরকে স্থানীয় লোকজন ‘ভুলু’ বলে ডাকে । মাস খানেক আগে ভুলু ৪-৫ টি সন্তান প্রসব করেছিল । কিন্তু সব ক’টি কুকুর শাবক গাড়ি দূর্ঘটনায় মারা গেছে । বুধবার দুপুর পর্যন্ত একটি লাল রঙের ছানা বেঁচে ছিল । তিনি বলেন, ‘ওই দিন দুপুর নাগাদ একটি টাটা সুমো গাড়ি ওই কুকুর ছানাটিকেও পিষে মেরে দিয়ে পালিয়ে যায় । তারপর থেকে ভুলু তার মৃত সন্তানের দেহ আগলে ঠায় বসে আছে । আমরা খেতে দিতে গেলে পুত্র শোকে কিছুই খাচ্ছে না । বৃহস্পতিবার সকালে দোকান খুলতে এসে দেখি মৃত শাবকের কাছেই শুয়ে রয়েছে ভুলু । বুঝতে পারছি তীব্র ঠান্ডার মধ্যে সারা রাত ওইভাবেই বসেছিল কুকুরটি । আমরা মৃত শাবকটিকে তুলে অন্যত্র সরানোর চেষ্টা করেছিলাম । কিন্তু ভুলু সরাতে দেয়নি ।’
জানা গেছে,রাতে স্থানীয় বাসিন্দারা মৃত শাবকের কাছে একটি চটের বস্তা পেতে দিয়েছিল । তার উপরেই শুয়েছিল ওই স্ত্রী কুকুরটি । শেষ পর্যন্ত এদিন সকালের দিকে স্থানীয় লোকজন মৃত কুকুর ছানাটিকে অন্যত্র সরানোর ব্যাবস্থা করে । এক মানবেতর প্রাণীর এহেন অপত্যস্নেহের নজির এলাকায় চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে ।।