এইদিন ওয়েবডেস্ক,হরিশ্চন্দ্রপুর(মালদা),১৮জানুয়ারি : ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া ৩ দুষ্কৃতিকে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার করল মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ । পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম শেখ খলিল (৩৫),মনোজ রাম (২৩) ও কার্তিক দাস (২২)। ধৃতদের বাড়ি যথাক্রমে হরিশ্চন্দ্রপুর মসজিদ পাড়া,মনোহরপুর ও বারডাঙ্গা এলাকায় । সোমবার রাতে হরিশ্চন্দ্রপুর সদর এলাকা থেকে তাঁদের গ্রেফতার করা হয়েছে । ধৃতদের কাছ থেকে একটি ওয়ান শাটার, এক রাউন্ড কার্তুজ ও দুটি রামদা উদ্ধার হয়েছে বলে জানিয়েছে পুলিশ । মঙ্গলবার ধৃতদের চাঁচল মহকুমা আদালতে তুলে ২ দিনের জন্য নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানায় পুলিশ ।
পুলিশ সূত্রে জানা গেছে,সোমবার গভীর রাতে হরিশ্চন্দ্রপুর সদর এলাকায় ডাকাতির উদ্দেশ্যে ঘোরাঘুরি করছিল ওই ৩ দুষ্কৃতি । গোপন সুত্র থেকে খবর পেয়ে সেখানে হানা দেয় হরিশ্চন্দ্রপুর থানার পুলিশের একটি দল । পুলিশ ওই দুষ্কৃতিদের ধরে তল্লাশি চালাতেই উদ্ধার হয় অস্ত্রসস্ত্র । প্রসঙ্গত,গত সপ্তাহে হরিশ্চন্দ্রপুর সদর এলাকার একটি সরকারি লাইসেন্স প্রাপ্ত মদের দোকানে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটে । যদিও এযাবৎ ওই ডাকাতির কিনারা করতে পারেনি পুলিশ । তবে তারপর থেকে ডাকাত দলের সন্ধানে এলাকা জুড়ে চলছে পুলিশের তল্লাশি অভিযান । মদের দোকানে ডাকাতির ঘটনায় বিহারের দুষ্কৃতিদের জড়িত থাকার সন্দেহে বিহার-বাংলা সীমান্তবর্তী নাকা চেক পোস্টগুলিতে বিশেষ করে কড়া নজরদারি চালাচ্ছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ । আর এই তৎপরতার কারনেই পুলিশ সোমবার রাতে ডাকাতির পরিকল্পনা বানচাল করতে সক্ষম হল বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা ।।