এইদিন ওয়েবডেস্ক,ছাতারপুর(মধ্যপ্রদেশ),১৬ জানুয়ারী : ছোটখাটো দূর্ঘটনায় হাত-পা কেটে যাওয়া বা মাথা ফেটে যাওয়ার যন্ত্রণা সহ্য হলেও ইঞ্জেকশনের বিষয়ে অনেকের মধ্যে চরম ভীতির কাজ করে । ইঞ্জেকশন নেওয়া এড়াতে অনেককে অদ্ভুত রকমের সব আচরন করতে দেখা যায় । যা মানুষের কাছে হাসির খোরাক হয় । মধ্যপ্রদেশের ছাতারপুর (Chhatarpur) জেলার এমনই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে । যেখানে করোনার টিকার ভয়ে গাছের মগডালে আশ্রয় নিতে দেখা গেছে জনৈক এক তরুনীকে । যদিও শেষ পর্যন্ত স্বাস্থ্যকর্মী ও গ্রামবাসীরা মিলে তাঁকে বুঝিয়ে সুঝিয়ে গাছ থেকে নামিয়ে টিকা দিতে সক্ষম হয়েছেন ।
জানা গেছে,ওই তরুনীর বাড়ি ছাতারপুর জেলার বড়ামালহারা(baramalhara) তহসিলের অন্তর্গত মানকারি(Mankari) গ্রামে । ওই গ্রামের বহু মানুষ এখনও টিকা নেননি । তাই সম্প্রতি গ্রামে গিয়ে মানুষকে বুঝিয়ে টিকা দিতে শুরু করেছে স্বাস্থ্য দপ্তর । সেই উদ্দেশ্যে স্বাস্থ্য দপ্তরের একটি দল মানকারি গ্রামের বাড়ি বাড়ি গিয়ে টিকা দিচ্ছিল ।
স্থানীয় সুত্রে জানা গেছে,বছর আঠারোর ওই তরুনীর বাড়ির সমস্ত লোকজনকে টিকা দেওয়া হলেও ওই তরুনীর সন্ধান পাওয়া যাচ্ছিল না । তখন একটি শিশু এসে খবর দেয় ওই তরুনী একটি গাছের ডালে বসে আসে । খবর পেতেই সেখানে ছোটেন স্বাস্থ্য কর্মীরাসহ পরিবারের লোকজন ও প্রতিবেশীরা । শেষে অনেক বোঝানোর পর গাছ থেকে নেমে মহিলা স্বাস্থ্যকর্মীর কাছ থেকে করোনার টিকা নেয় ওই তরুনী । স্থানীয়দের দাবি,ওই তরুনী এতটাই ভয় পেয়ে গিয়েছিল যে স্বাস্থ্যকর্মীরা গ্রামে ঢুকতেই সে গাছের উপর চড়ে বসেছিল ।।
ছবি : ভিডিও থেকে স্ক্রিনশট নেওয়া ।