এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১৫ জানুয়ারী : টেস্ট দলের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ালেন বিরাট কোহলি । শনিবার টুইটারে পোস্ট করে নিজের এই সিদ্ধান্তের কথা তিনি জানিয়ে লিখেছেন,’গত সাত বছর ধরে প্রতিদিন কঠোর পরিশ্রম, একটানা ধৈর্য দেখিয়ে দলকে সঠিক দিশায় এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছি । সম্পূর্ণ সততার সঙ্গে এই কাজ করেছি, কোনও খামতি রাখিনি । কিন্তু একটা স্তরে এসে সবকিছুই একসময় থেমে যায় । যেমন আমার টেস্ট দলের অধিনায়কত্ব । এই দীর্ঘ পথ চলাতে অনেক চড়াই উতরাই এসেছে । কিন্তু কখনও প্রচেষ্টা কম হয়নি বা বিশ্বাস হারায়নি ।’ সেই সঙ্গে তিনি বিসিসিআইকে ধন্যবাদও জানিয়ে লিখেছেন,’দেশকে নেতৃত্ব দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য আমি বিসিসিআইকে ধন্যবাদ জানাতে চাই ।’
বেশ কিছুদিন ধরেই অধিনায়কত্ব নিয়ে বিরাট কোহলি ও বিসিসিআইয়ের মধ্যে বিরোধ চলছিল । গত বছর অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ভারতের টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা করেছিলেন বিরাট কোহলি । এবার দক্ষিণ আফ্রিকার মাটিতে সিরিজ হারের পরেই ভারতীয় টেস্ট দলের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ালেন ।
প্রসঙ্গত,ভারতের সবচেয়ে সফল টেস্ট অধিনায়ক হিসাবে মনে করা হয় বিরাট কোহলিকে । তিনি ৬৮ টি টেস্ট ম্যাচে ভারতকে নেতৃত্ব দিয়েছেন এবং ৪০ টিতে দলকে জিতিয়েছেন । বিরাট কোহলির নেতৃত্বে ভারতীয় দল অস্ট্রেলিয়ায় প্রথমবার টেস্ট সিরিজ জেতে । অধিনায়ক হিসাবে তিনি ব্যাটেতেও সফল । বিরাট কোহলি ৬৮ টি টেস্ট ম্যাচে ২০ টি সেঞ্চুরি এবং ৫৮৬৪ রান করেছেন ।।