এইদিন ওয়েবডেস্ক,নয়া দিল্লি,১৫ জানুয়ারী : নেতাজী সুভাষ চন্দ্র বসুর জন্মবার্ষিকীকে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে অন্তর্ভুক্ত করতে উদ্যোগী হল কেন্দ্র সরকার । সেই লক্ষ্যে প্রজাতন্ত্র দিবস উদযাপন এখন ২৪ জানুয়ারির পরিবর্তে ২৩ জানুয়ারি থেকে শুরু করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে । প্রসঙ্গত, ২৩ জানুয়ারী নেতাজীর জন্মদিনকে ‘দেশপ্রেম দিবস’ হিসাবে ঘোষনার জন্য দীর্ঘদিন ধরে দাবি উঠছে । তবে এযাবৎ তার স্বীকৃতি দেওয়া হয়নি । তবে প্রজাতন্ত্র দিবস উদযাপন অনুষ্ঠানে নেতাজী জয়ন্তীকে অন্তভূর্ক্ত করায় কিছুটা হলেও খুশি নেতাজী প্রেমীরা ।
এর আগে বিজেপি সরকার ১৪ আগস্টকে দেশভাগের স্মৃতি দিবস,৩১ অক্টোবর সর্দার প্যাটেলের জন্মবার্ষিকীতে জাতীয় ঐক্য দিবস,১৫ নভেম্বর বিরসা মুণ্ডার জন্মবার্ষিকীতে আদিবাসী গর্ব দিবস এবং ২৬ নভেম্বর সংবিধান দিবস হিসাবে ঘোষণা করেছে ।।