এইদিন ওয়েবডেস্ক,বাঁকুড়া,১৪ জানুয়ারী : পৌষ সংক্রান্তিতে গ্রামে মেলা বসেছিল । ওই মেলায় জুয়োর ঠেকে অংশ নিয়েছিল শাসকদল তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর লোকজন । সেই সময় কোনও কারনে দু’পক্ষের মধ্যে বচসা বেধে যায় । ক্রমে তুমুল সংঘর্ষের আকার নেয় । ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের যাদবনগর গ্রামে । সংঘর্ষে দু’পক্ষ মিলে অন্তত ২০ জন জখম হয়েছে বলে খবর । আহতদের কিছু জনকে জয়পুর ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে । বাকিদের পাঠানো হয়েছে বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালে । যদিও শুক্রবার দুপুর পর্যন্ত এনিয়ে থানায় নির্দিষ্ট কোনও অভিযোগ দায়ের করা হয়নি বলে জানা গেছে ।
স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকার কর্তৃত্ব নিয়ে তৃনমূলের জয়পুর ব্লক সভাপতি ইয়ামিন শেখ ও উত্তরবাড় গ্রাম পঞ্চায়েত প্রধান দিলীপ ঘোষের মধ্যে দীর্ঘদিন ধরে বিবাদ চলছিল । প্রায়ই দুই গোষ্ঠীর লোকজনের মধ্যে বিভিন্ন বিষয় নিয়ে অশান্তি বাধে । এবারে উপলক্ষ মেলায় জুয়া খেলা ।
স্থানীয় সুত্রে জানা গেছে,পৌষ পার্বন উপলক্ষে যাদবনগর গ্রামের পাশে বাঁকা সিনি জঙ্গলে মেলা বসেছে । সেখানেই চলছিল জুয়ার ঠেক । তখন কোনও কারনে দুই গোষ্ঠীর মধ্যে অশান্তি বাধে । সেই সময় ব্লক সভাপতি ইয়ামিন শেখ গোষ্ঠীর লোকজন দিলীপ ঘোষ অনুগামীদের কয়েকজনকে বেদম মারধর করে বলে অভিযোগ । আর তা থেকে দু’পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ বেধে যায় ৷ দফায় দফায় সংঘর্ষে উভয় পক্ষের কুড়ি জনেরও বেশি আহত হন। এর মধ্যে ২ জনের আঘাত গুরুতর ।।