দিব্যেন্দু রায়,আউশগ্রাম(পূর্ব বর্ধমান),১৩ জানুয়ারী : যাত্রীবাহী বাসের সঙ্গে শববাহী গাড়ির মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটল পূর্ব বর্ধমান জেলার আউশগ্রামের হাটকীর্তিনগর এলাকায় । দূর্ঘটনায় শববাহী গাড়ির চালক,খালাসিসহ ৬ জন আহত হয়েছেন । আহতদের উদ্ধার করে প্রথমে গুসকরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয় । তাঁদের মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর হওয়ায় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে । বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে ।
স্থানীয় সূত্রে জানা গেছে,বুধবার আউশগ্রামের অভিরামপুরের এক লেপ-তোষকের কারিগরের হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় । মহম্মদ কেরামত নামে বছর আষট্টির ওই বৃদ্ধের বাড়ি আদপে বিহারের বেগুসরাই জেলার বখরি থানার সনমা পারামপুর এলাকায় । তাই সৎকারের জন্য বৃহস্পতিবার একটি শববাহী গাড়িতে করে বিহারে নিয়ে যাওয়া হচ্ছিল মৃতদেহটি ।
জানা গেছে,শববাহী গাড়ির চালক ও খালাসি ছাড়াও ছিল মৃতের পরিবারের ৪ জন সদস্য । গাড়িটি দুপুর নাগাদ গুসকরা-মানকর রোড ধরে
সিউড়ি হয়ে বেগুসরাইয়ের উদ্দেশ্যে রওনা হয় । কিন্তু দুপুর প্রায় একটা নাগাদ আউশগ্রামের হাটকীর্তিনগর বাউরিপাড়ার কাছাকাছি আসতেই বিপরীত দিক থেকে আসা একটি প্রবল গতির যাত্রীবাহী বাসের সঙ্গে শববাহী গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয় । শববাহী গাড়ির চালকের দিকের অংশটি কার্যত তালগোল পাকিয়ে যায় । গুরুতর আহত হন চালক । আহত হন শববাহী গাড়ির খালাসিসহ ৫ যাত্রী । খবর পেয়ে পুলিশ গিয়ে তাঁদের উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠায় । দূর্ঘটনাগ্রস্থ গাড়ি দুটি আটক করেছে পুলিশ ।।