শেখ মিলন,ভাতাড়,১৬ ডিসেম্বর : আদিবাসী কিশোরীকে শ্লীলতাহানীর অভিযোগে প্রতিবেশী গ্রামের এক প্রতিবন্ধী যুবককে গ্রেফতার করল ভাতাড় থানার পুলিশ । ধৃতের নাম শেখ রেজাউল(২৪)। তার বাড়ি ভাতারের সেরুয়া গ্রামে । পুলিশ জানিয়েছে, ধৃতের বিরুদ্ধে শ্লীলতাহানি ও পকসো আইনে মামলা দায়ের করা হয়েছে। বুধবার গ্রাম থেকে তাঁকে গ্রেফতার করা হয় বলে জানা গেছে ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে,ভাতারের নৃসিংহপুর গ্রামে বাড়ি বছর পনেরোর ওই কিশোরীর । গত সোমবার রাতে কিশোরীর মা নৃসিংহপুর গ্রামের পাশে সেরুয়া গ্রামের বাসিন্দা শেখ রেজাউল ও তাঁর এক বন্ধুর বিরুদ্ধে ভাতাড় থানায় একটি অভিযোগ দায়ের করেন । তাঁর অভিযোগ, সোমবার সন্ধ্যায় তাঁর মেয়ে বাড়ি থেকে কিছুটা দুরে ক্যানেলের ধারে শৌচকর্ম সারতে গিয়েছিল । সেই সময় বন্ধুর বাইকে চড়ে ক্যানেলের পাড় ধরে বাড়ি ফিরছিল রেজাউল । তাঁর মেয়েকে একা দেখে ওই দুই যুবক তাকে জোর করে বাইকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে । কিন্তু কিছু দুর যেতেই তাঁর মেয়ে রেজাউলের হাতে কামড়ে দিয়ে বাইক থেকে লাফ দিয়ে ছুটে পালিয়ে যায় ।
জানা গেছে,ওই দুই যুবকের হাত ছিটকে কাছাকাছি পাড়ার একটি বাড়িতে আশ্রয় নেয় নির্যাতিতা কিশোরী । এরপর স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে পরিবারের লোকজন কিশোরীকে উদ্ধার করে নিয়ে যায় । ওদিনই রাতেই নাবালিকার মা ভাতার থানায় এনিয়ে অভিযোগ দায়ের করেন । অভিযোগের ভিত্তিতে এদিন রেজাউলকে গ্রেফতার করে পুলিশ । পুলিশ জানিয়েছে,অপর অভিযুক্তের সন্ধান চালানো হচ্ছে ।।