এইদিন ওয়েবডেস্ক,আসানসোল,১৩ জানুয়ারী : আসানসোলের একটি আবাসনে একই পরিবারের সকলে মিলে বিষপানের ঘটনা ঘটল । তাঁদের মধ্যে ৩ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে । একজন আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন । ঘটনাটি ঘটেছে আসানসোলের হিরাপুর থানার স্টেশন রোডের কে-টাইপ আবাসন এলাকার । ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে । মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ ।
স্থানীয় সুত্রে জানা গেছে,হিরাপুর থানার স্টেশন রোডের ওই আবাসনটিতে থাকতেন স্টীল অথরিটি অফ ইন্ডিয়ার কর্মী জয়ন্ত কর । মা গীতা কর ও ছোট ভাই-বোনদের নিয়ে দীর্ঘদিন ধরে তিনি ওই আবাসনে ছিলেন । গীতাদেবী দীর্ঘদিন ধরে রোগে ভুগছিলেন । তাঁর চিকিৎসা চলছিল। কিন্তু সম্প্রতি তাঁর মৃত্যু হয় । আর সেই শোক কাটিয়ে উঠতে না পেরেই ভাই-বোন মিলে আত্মহননের পথ বেছে নিয়েছেন বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা ।
জানা গেছে,বৃহস্পতিবার অনেক সকাল পর্যন্ত জয়ন্তবাবুদের কাউকেই ঘরের বাইরে বেরুতে না দেখে সন্দেহ হয় প্রতিবেশীদের । শেষে খবর পেয়ে পুলিশ এসে দরজা ভেঙে ভিতরে ঢুকতেই পরিবারের সকলকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখে । তারপর তাঁদের উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে জয়ন্ত করসহ ৩ জনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা । তবে জয়ন্তবাবুর বোন মায়া কর জীবিত রয়েছেন । তিনি বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিত্সাধীন । মায়ের মৃত্যুর শোক নাকি এর পিছনে অন্য কারন রয়েছে জানতে অস্বাভাবিক মৃত্যুর মামলা রজু করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।।