দিব্যেন্দু রায়,ভাতার(পূর্ব বর্ধমান),১২ জানুয়ারী : মেশিনের বেল্টে চাদর জড়িয়ে মর্মান্তিকভাবে মৃত্যু হল এক শ্রমিকের । বুধবার সকালে ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার রামনগর গ্রামের একটি ধানবীজ খামারে । মৃতের নাম বুদ্ধদেব গন (৫০) । মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ । দুর্ঘটনায় মৃতের পরিবারের জন্য উপযুক্ত ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন সহকর্মীরা ।
জানা গেছে,মন্তেশ্বর থানার গোপালনগর গ্রামের বাসিন্দা বুদ্ধদেব গন নামে ওই প্রৌঢ় দীর্ঘদিন ধরে রামনগর গ্রামের ওই ধানবীজ খামারে শ্রমিকের কাজ করছিলেন । এদিন সকালে কাজ করার সময় মেশিনের চাকা হঠাৎ আটকে যায় । সেটিকে মেরামতির চেষ্টা করছিলেন বুদ্ধদেববাবু । বেশ কিছু ঝাড়াপোঁছা করার পর পরখ করে দেখার জন্য মেশিনের বিদ্যুৎ লাইনের সুইচ অন করা হয় । তখন মেশিনের ফের চালু হয়ে যায় । এদিকে বুদ্ধদেববাবুর গায়ের চাদরের একাংশ যে মেশিনের বেল্টের উপরে রয়েছে তা তিনি খেয়াল করেননি । ফলে চাদরসহ বুদ্ধদেববাবুকে টেনে নেয় মেশিনটি । জানা গেছে,অনান্য কর্মীরা মেশিনের ভিতর থেকে ওই প্রৌঢ়কে উদ্ধার করে তড়িঘড়ি ভাতার স্টেট জেনারেল হাসপাতালে আনে । কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ।।