গৌরনাথ চক্রবর্ত্তী,কাটোয়া,১৫ ডিসেম্বর : মঙ্গলবার কাটোয়া কাশিরাম দাস বিদ্যায়তনের মাঠে চতুর্থ জেলা গ্রন্থমেলার সূচনা হল । পশ্চিমবঙ্গ সরকারের গ্রন্থাগার পরিষেবা অধিকারের উদ্যোগে এবং কাটোয়া পৌরসভা ও কাটোয়া বইমেলা আছি পরিষদের সহযোগিতায় আয়োজিত এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন রাজ্যের জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার বিভাগের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরি ।
এদিনের অনুষ্ঠানে কেন্দ্র সরকারের বিরুদ্ধে তোপ দাগেন সিদ্দিকুল্লা চৌধুরী । তিনি বলেন, ‘ভারতবাসীর মাথার উপর আছে সংবিধান। সেই সংবিধান আঘাত পাচ্ছে। ভারতের সংবিধানকে ভেঙে দেওয়ার চেষ্টা হচ্ছে।’ পাশাপাশি তিনি কৃষি বিল ও কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপ সংবিধান বিরোধী বলেও মন্তব্য করেন ।
রাজ্যের গ্রন্থাগার গুলির কর্মী সঙ্কটের কথা স্বীকার করে এদিন মন্ত্রী বলেন,’রাজ্যে গ্রন্থাগার গুলিতে প্রায় ৪ হাজার কর্মী প্রয়োজন। এ নিয়ে বিধানসভায় আলোচনা হয়েছে, মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছি। আমার কাজ চালানোর জন্য অন্তত ৫০০ কর্মী কন্ট্রাক্ট ভিত্তিতে প্রয়োজন। নিয়োগের জন্য আমার তরফে সব কাজ করে আমি জমা দিয়েছি। এখন মুখ্যমন্ত্রীর দপ্তরে সেই ফাইল পরে আছে।’
এদিন বই মেলার উদ্বোধনী অনুষ্ঠান সিদ্দিকুলাহ চৌধুরী ছাড়াও উপস্থিত ছিলেন কাটোয়ার বিধায়ক ও পৌর প্রশাসক রবীন্দ্রনাথ চ্যাটার্জ্জী,পূর্ব বর্ধমানের জেলাশাসক এনায়ুর রহমান,পূর্ব বর্ধমানের জেলাপরিষদের সভাধিপতি শম্পা ধারা,কাটোয়ার মহকুমাশাসক প্রশান্তরাজ শুক্লা প্রমুখ। এই মেলায় ৫০ টি বইয়ের স্টল হয়েছে। আগামী ২০ ডিসেম্বর পর্যন্ত মেলা চলবে বলে জানা গেছে ।।