সেখ মিলন,ভাতার(পূর্ব বর্ধমান),১১ জানুয়ারী : আশ্রম থেকে এক বৃদ্ধের পচাগলা ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়াল পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার বড়বেলুন গ্রামে । পরে খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ । পুলিশ জানিয়েছে,মৃতের নাম শ্যামাচরণ মিত্র(৮২) । প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান ওই বৃদ্ধ আত্মঘাতী হয়েছেন । একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ ।
স্থানীয় সুত্রে জানা গেছে,পূর্ব বর্ধমানের ভাতারের বড়বেলুন গ্রামের বাসিন্দা শ্যামাচরণ মিত্র পূর্ত দপ্তরের অবসরপ্রাপ্ত কর্মী ছিলেন । বিগত কয়েক বছর ধরেই তিনি বড়বেলুন গ্রামে একটি আশ্রম প্রতিষ্ঠা করে সেখানেই থাকতেন তিনি । সোমবার বিকালে গ্রামবাসীরা আশ্রম থেকে প্রচন্ড দুর্গন্ধ পায় । তারা আশ্রমের ভিতরে যেতেই গলায় ফাঁস লাগানো অবস্থায় ওই বৃদ্ধের পচাগলা ঝুলন্ত দেহ দেখতে পান । স্থানীয় গ্রামবাসীদের সহায়তায় পুলিশ দেহটি উদ্ধার করে প্রথমে ভাতার স্টেট জেনারেল হাসপাতাল আনে । সেখান থেকে ভাতার থানায় মৃতদেহটি এনে রাখা হয় । মঙ্গলবার দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে । কয়েকদিন আগেই ওই বৃদ্ধ মারা গেছেন বলে অনুমান পুলিশের ।।