এইদিন ওয়েবডেস্ক,মুম্বাই,১০ জানুয়ারী : ভারতের তারকা ব্যাডমিন্টন খেলোয়াড় তথা বিজেপির সদস্য সাইনা নেহওয়ালকে নিয়ে আপত্তিকর মন্তব্য করে ফেঁসে গেলেন তামিল অভিনেতা সিদ্ধার্থ । জাতীয় মহিলা কমিশন সিদ্ধার্থের বিরুদ্ধে আইটি আইনে এফআইআর নথিভুক্ত করার জন্য মহারাষ্ট্রের ডিজিপিকে চিঠি দিয়েছে । শুধু তাই নয়, মহিলা কমিশন টুইটারকে সিদ্ধার্থের এই টুইটটি সরাতেও বলেছে । এই বিষয়ে মুম্বই পুলিশ এবং টুইটারের কাছে রিপোর্টও চেয়েছে কমিশন ।
প্রসঙ্গত,গত ৫ জানুয়ারী পাঞ্জাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কনভয় আটকানো নিয়ে নিরাপত্তার ত্রুটির অভিযোগ তুলে সাইনা নেহওয়াল ট্যুইটারে প্রতিক্রিয়া জানিয়ে লিখেছিলেন, ‘কোনও জাতি নিরাপদ বলে দাবি করতে পারে না যদি তার নিজের দেশের প্রধানমন্ত্রীর নিরাপত্তার সঙ্গে আপস করা হয় । আমি নৈরাজ্যবাদীদের দ্বারা প্রধানমন্ত্রী মোদীর উপর কাপুরুষোচিত হামলার তীব্র নিন্দা জানাই ।’ এর পালটা ট্যুইট করে সিদ্ধার্থ দ্বিঅর্থ যুক্ত শব্দ ব্যাবহার করে লেখেন,’বিশ্বের সূক্ষ্ম মোরগ চ্যাম্পিয়ন… ঈশ্বরকে ধন্যবাদ আমাদের ভারতের রক্ষক আছে । আপনার জন্য লজ্জিত # রিহানা ।’
যদিও বিতর্কের সৃষ্টি হচ্ছে দেখে সিদ্ধার্থ জানিয়েছেন, তার কথাকে ভুলভাবে নেওয়া হচ্ছে । তিনি কাউকে অপমান করার চেষ্টা করেননি ।সাইনাও এই বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, ‘আমি জানি না তিনি (সিদ্ধার্থ) কী বোঝাতে চেয়েছিলেন। একজন অভিনেতা হিসেবে আমি তাকে ভালোবাসতাম । কিন্তু এটি (টুইট) ভালো ছিল না । তিনি নিজেকে আরও ভালো ভাষায় প্রকাশ করতে পারেন । কিন্তু আমি মনে করি দৃষ্টি আকর্ষণের জন্য টুইটার এবং আপনি এই সমস্ত শব্দ প্রয়োগ ও মন্তব্য করে থাকেন ।’ এদিকে সিদ্ধার্থের এই মন্তব্যকে “আপত্তিজনক এবং অসামাজিক” হিসাবে বর্ণনা করেছে জাতীয় মহিলা কমিশন ।।
ছবি : সৌজন্যে ট্যুইটার ।