এইদিন ওয়েবডেস্ক,নয়া দিল্লি,১০ জানুয়ারী : সোমবার থেকে শুরু হচ্ছে করোনা ভ্যাকসিনের বুস্টার ডোজ । তবে বর্তমানে সকলের জন্য এই ডোজ নয় । প্রাথমিকভাবে স্বাস্থ্যকর্মী,ফ্রন্টলাইন কর্মীদের পাশাপাশি ৬০ বছরের বেশি বয়সী অন্যান্য গুরুতর রোগে আক্রান্ত ব্যক্তিদের দেওয়া হবে এই সতর্কতামূলক এই ডোজ । ওমিক্রনের প্রাদুর্ভাবের পর করোনা ভাইরাসের বিস্তার রোধ করতে গত বছরের ২৫ ডিসেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই বুস্টার ডোজ দেওয়ার কথা ঘোষণা করেছিলেন । যেহেতু ফেব্রুয়ারি থেকে উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাব, মণিপুর এবং গোয়াতে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে তাই ওই সমস্ত রাজ্যের নির্বাচনী দায়িত্বে থাকা কর্মীদের ফ্রন্টলাইন কর্মী হিসাবেও বিবেচনা করা হয়েছে । এক কোটিরও বেশি যোগ্য ব্যক্তিদের সতর্কতামূলক ডোজগুলির জন্য এসএমএস পাঠিয়ে স্মরণ করিয়ে দেওয়া হয়েছে বলে রবিবার ট্যুইট করে জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডাভিয়া ।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সুত্রে জানা গেছে, বুস্টার ডোজ প্রাপকের তালিকায় রয়েছে ১.০৫ কোটি স্বাস্থ্য কর্মী,১.৯ কোটি ফ্রন্টলাইন কর্মী এবং ২.৭৫ কোটি ৬০ বছরের বেশি বয়সী ও অন্যান্য গুরুতর রোগে আক্রান্ত ব্যক্তি । তবে বুস্টার ডোজের জন্য কোভিন অ্যাপে আবেদন করার প্রয়োজন নেই । করোনা ভ্যাক্সিনেশনের জন্য নথিভুক্ত মোবাইল নম্বর দিয়ে লগ ইন করে সরাসরি অ্যাপয়েন্টমেন্ট বুক করা যেতে পারে । এছাড়াও সরাসরি নিকটতম ভ্যাকসিনেশন সেন্টারে গিয়েও সতর্কতামূলক টিকা নেওয়া যেতে পারে ।
কিন্তু বুস্টার ডোজের জন্য কিছু নিয়ম নির্ধারণ করা হয়েছে । দ্বিতীয় এবং তৃতীয় ডোজের মধ্যে ব্যাবধান হতে হবে নুন্যতম ৯ মাস । যাঁরা ২০২১ সালের এপ্রিলের প্রথম সপ্তাহের মধ্যে দ্বিতীয় ডোজ নিয়েছেন একমাত্র তাঁরাই সতর্কতা ডোজ পাওয়ার জন্য যোগ্য বলে বিবেচিত হবেন । জানা গেছে,সতর্কতামূলক ডোজ প্রথম দুটি ডোজের মতোই হবে। যারা Covishield এর প্রথম দুটি ডোজ নিয়েছেন তাদের Covishield ভ্যাকসিন দেওয়া হবে এবং যারা Covaccine নিয়েছেন তাদের Covaccine দেওয়া হবে স্থাস্থ্য দপ্তর সুত্রে জানা গেছে ।।