দিব্যেন্দু রায়,মঙ্গলকোট(পূর্ব বর্ধমান),০৯ জানুয়ারী : রবিবার সকালে অজয় নদের চরে পিকনিক করতে গিয়েছিল ১০-১৫ জনের একটি দল । তাদের মধ্যে অধিকাংশ কিশোর-কিশোরী । একদিকে যখন রান্নাবান্না চলছে,অন্যদিকে তখন কয়েকজন কিশোর -কিশোরী অজয়ের জলে স্নান করতে নেমেছিল । তাদের মধ্যে চারজনকে নদীর স্রোতের টানে তলিয়ে যেতে দেখে এক তরুনী বাঁচাতে যান । কিন্তু ওই তরুনীও তলিয়ে যান । শেষে স্থানীয় লোকজন গিয়ে ওই তরুনীসহ ৪ জনকে উদ্ধার করতে সক্ষম হয় । এখনও নিখোঁজ এক কিশোরী । ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট থানার নবগ্রামের কাছে । নিখোঁজ কিশোরীর নাম সুমনা খাতুনের(১২) । তার সন্ধানে তল্লাশি চালাচ্ছে বিপর্যয় মোকাবিলা দপ্তরে ডুবুরিরা ।
মঙ্গলকোট ব্লকের পালিগ্রাম অঞ্চলের নবগ্রাম থেকেই এদিন ওই দলটি গ্রামের পাশে অজয় নদের চরে পিকনিক করতে গিয়েছিল জানা গেছে । দলের সদস্য আসিফ শেখ নামে এক কিশোরের কথায়, ‘সকাল সাড়ে এগারোটা নাগাদ আমরা কয়েকজন অজয় নদে স্নান করতে নেমেছিলাম । তখন আমরা ৪ জন স্রোতের টানে তলিয়ে যাই । একজন দিদি আমাদের বাঁচাতে গিয়ে তিনিও তলিয়ে যেতে থাকেন । তখন নদীর পাড়ে থাকা কয়েকজন এসে আমাদের জল থেকে উদ্ধার করে টেনে পাড়ে তোলে । কিন্তু সুমনাকে পাওয়া যায়নি ।’
জানা গেছে,জল থেকে উদ্ধার হওয়া ৪ জনকে চিকিৎসার জন্য গুসকরা হাসপাতালে আনা হয় । তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে । এদিকে গ্রামবাসীদের সহায়তায় নিখোঁজ কিশোরীর সন্ধানে নোকায় চড়ে নদীতে তল্লাশি চালাতে শুরু করে মঙ্গলকোট থানার পুলিশ । পাশাপাশি খবর দেওয়া হয় বিপর্যয় মোকাবিলা দপ্তরকে । বিকেল নাগাদ বিপর্যয় মোকাবিলা বাহিনীর ডুবুরিরা এসে নিখোঁজ কিশোরীর সন্ধানে তল্লাশি চালাতে শুরু করে ।।