দিব্যেন্দু রায়,ভাতার(পূর্ব বর্ধমান),০৯ জানুয়ারী : গভীর রাতে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করার সময় এক দুষ্কৃতিকে গ্রেফতার করল পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার পুলিশ । ধৃতের নাম আজাদ মোল্লা(৩০) । বর্ধমান থানার সানাপাড়া এলাকায় তার বাড়ি । শনিবার রাতে ভাতার থানার বলগোনা বাজার থেকে তাকে গ্রেফতার করে পুলিশ । পুলিশ জানিয়েছে,ডাকাতির উদ্দেশ্যেই ওই দুষ্কৃতি ঘোরাঘুরি করছিল বলে প্রাথমিক জেরায় সে জানিয়েছে । সেই সঙ্গে গত ৩০ ডিসেম্বর আগ্নেয়াস্ত্রসহ ধরা পড়া দুই ডাকাতদের দলের সঙ্গেও সে জড়িয়ে ছিল বলে স্বীকার করেছে ধৃত দুষ্কৃতি ।
পুলিশ জানিয়েছে,শনিবার রাতে ভাতার থানার পুলিশের একটি টহলদারি ভ্যান বর্ধমান-কাটোয়া রাজ্য সড়কপথ ধরে রুটিন টহলদারি চালাচ্ছিল । ভ্যানটি বলগোনা বাজারে আসতেই ওই দুষ্কৃতিকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে পুলিশ কর্মীরা । পুলিশ কাছে যেতেই সে ছুটে পালানোর চেষ্টা করে । কিন্তু পুলিশ পিছু ধাওয়া করে ধরে ফেলে । রবিবার ধৃতকে বর্ধমান আদালতে তোলা হয় ।।