এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০৯ জানুয়ারী : বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নেতাই যেতে বাধা দেওয়ার কারন জানতে মুখ্যসচিব ও ডিজিকে তলব করলেন রাজ্যের রাজ্যপাল জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar) ৷ সোমবার ১১টার মধ্যে তাঁদের রাজভবনে ডেকে পাঠানো হয়েছে । এই ইস্যুকে কেন্দ্র করে ফের একবার রাজ্য সরকার- রাজ্যপালের মধ্যে সংঘাতের সৃষ্টি হল । অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথায়,’বিজেপির একজনকে আটকালেই রাজ্যপালকে তৎপর হতে দেখা যায় ৷ কিন্তু অন্য রাজনৈতিক দলের ক্ষেত্রে এই তৎপরতা দেখা যায় না ৷’ পাশাপাশি তিনি জানান,এটা প্রশাসনের বিষয় ।
গত ৭ জানুয়ারী জঙ্গলমহলের লালগড় থানার নেতাই গ্রামে যাওয়ার পথে ঝিটকার জঙ্গলের কাছে শুভেন্দু অধিকারীকে আটকে দেয় পুলিশ । এই ঘটনার প্রতিবাদে সোশ্যাল মিডিয়ায় শুভেন্দু লেখেন, ‘২০১১ সালের ৭ জানুয়ারি জঙ্গলমহলের লালগড় থানার নেতাই গ্রাম রক্তাক্ত হয়েছিল । ৯ জন গ্রামবাসী নিহত হয়েছিলেন এবং ২৯ জন আহত হয়েছিলেন। ঘটনার পর থেকে প্রতিবছর নেতাই এ আজকের এই দিনটিতে শহীদ তর্পণ করতে এবং শহীদ বেদীতে মাল্যদান করতে আমি আসি। এবছর শাসক দলের দলদাস পুলিশ আমাকে নেতাই গ্রামে ঢুকতে ঝিটকার জঙ্গলের আগে বাধা দান করে । মহামান্য হাইকোর্টের অর্ডার থাকা সত্বেও পুলিশ তার অবমাননা করেছে। মানবাধিকার কমিশন যা বলেছিলেন আজ তা প্রমাণিত, “এরাজ্যে আইনের শাসন চলে না, শাসকের আইন চলে ।” এ রাজ্যে গনতন্ত্র বলে কিছু আর অবশিষ্ট নেই। পরে চার কিলোমিটার পথ পায়ে হেঁটে ভীমপুর গ্রামে এসে শহীদ বেদীতে মাল্যদান করে নেতাই-এর শহীদদের স্মরণ করেছি ।’
পাশাপাশি এনিয়ে রাজ্যপালের কাছে নালিশও জানিয়েছিলেন শুভেন্দু । এরপর সমগ্র ঘটনার রিপোর্টসহ মুখ্যসচিব এবং ডিজিকে ডেকে পাঠিয়েছেন রাজ্যপাল ৷ কেন শুভেন্দুকে নেতাই যেতে বাধা দেওয়া হল তা তিনি জানতে চেয়েছেন রাজ্য পুলিশের দুই শীর্ষ আধিকারিকের কাছে ৷।