এইদিন ওয়েবডেস্ক,ভ্যাটিকান সিটি,০৮ জানুয়ারী : পোষ্য প্রাণীদের নিয়ে বেশ চমকপ্রদ কথা শোনালেন পোপ ফ্রান্সিস । গত ৫ জানুয়ারি ভ্যাটিক্যান সিটিতে (Vatican City) একটি সভায় বক্তব্য রাখছিলেন পোপ । সেই সময় তিনি সাফ জানিয়ে দেন যেসব দম্পতিরা সন্তান না নিয়ে প্রাণী পোষার সিদ্ধান্ত নেন, তাঁদের প্রতি তিনি মোটেও সন্তুষ্ট নন । বরঞ্চ দম্পতিদের এই সিদ্ধান্তকে ‘মানবতার ক্ষতি’ বলে তিনি বর্ণনা করে তাঁদের ‘স্বার্থপর’ বলে আখ্যায়িত করেন।
পোপ বলেন,’এখন আমরা কিছু মানুষের মধ্যে এক ধরনের স্বার্থপরতা দেখছি । তাঁরা কিছুতেই সন্তান নিতে চান না । পরিবর্তে সন্তান স্নেহে প্রতিপালন করেন কুকুর-বিড়াল প্রভৃতি প্রাণীদের । এই কথা শুনে মানুষের হাসি পেতে পারে । কিন্তু বর্তমান সমাজে এই ধরনের প্রচুর দৃষ্টান্ত নজরে পড়ে ।’
তিনি বলেন, ‘পিতৃত্ব বা মাতৃত্বকে অস্বীকার করার এই প্রবণতা মানবতাকে কেড়ে নিচ্ছে । এই ভাবেই সভ্যতা এগিয়ে যাচ্ছে মানবতা ছাড়াই। আর কোনো শিশু না থাকার ফল ভোগ করছে আমাদের মাতৃভূমি ।’
পোপ ওই সমস্ত দম্পতিদের উদ্দেশ্যে বলেন, ‘সন্তান নেওয়ার ক্ষেত্রে ভয় না পাওয়ার কিছু নেই । সন্তান নেওয়ার ঝুঁকি তো সব সময়ই থাকবে । তবে সন্তান না নেওয়াটা আরও বেশি ঝুঁকিপূর্ণ ।’ সেই সঙ্গে শারীরিক সমস্যার কারনে যেসব দম্পতিরা সন্তান ধারণে অক্ষম তাঁদের দত্তক নেওয়ার ব্যাপারে উৎসাহিত করেন খ্রিস্টধর্মের শীর্ষ ব্যক্তিত্ব পোপ ফ্রান্সিস ।।