পণ করেছি পণ নেবো না,
পণ নেওয়া কি ভালো।
বউমা হল ঘরের লক্ষ্মী,
করবে যে ঘর আলো।
পণ প্রথা ভালো তো নয়,
এটা সবাই জানে।
কিন্তু বলুন নিজের বেলায়,
ক’জনে তা মানে।
মরছে কত তাজা মেয়ে,
সবাই পণ প্রথার বলী।
এ সব জেনে কি করে,
আর পনের কথা বলি।
আমি কিন্তু সমাজসেবি,
সমাজ নিয়ে ভাবি।
নারী জাতির উন্নয়ন এ,
আমি স্বেচ্ছাসেবী।
তবুও কি আর বলি বলুন,
ছেলের মায়ের বায়না।
শুধু মাত্র স্মার্ট টি. ভি.,
আমি তো কিছুই চাইনা।
দিলাম কথা বেয়াই মশাই,
চিন্তা কোনো নাই।
মেয়ের আমার শখ হয়েছে,
একটা গাড়ি চায়!
ছেলে আমার চাকরি করে,
বেতন দু লাখ পায়।
তা বলে কি পণ চাইব,
লজ্জা শরম নাই।
বিয়ের খরচ কম তো নয়,
এক টা মাত্র ছেলে।
যাক ঝমক হতো খুবই,
লাখ দশেক পেলে।
ঘরে আমার সবই আছে,
কমতি কিছুই নাই।
মেয়ে কিছু নিতে পারে,
যদি নিজের ঘর সাজাতে চায়।
সোনা দানা সাজতে লাগে,
সাজিয়ে দিবেন কনে।
পণ নেবো না বলেছি যখন,
নেব না সোনা গুনে।
আমরা হলাম বনেদি বংশ,
পণ তো নেব না।
ক টি কথা বলে গেলাম,
পণ ভাববেন না…..