এইদিন ওয়েবডেস্ক,বাঁকুড়া,০৭ জানুয়ারী : দু’বছর ধরে মেলেনি মজুরি । শেষে বন দফতরের অফিসে তালা ঝুলিয়ে তুমুল বিক্ষোভ দেখালেন ক্ষিপ্ত হুলা পার্টির দল । শুক্রবার সকালে বাঁকুড়ার সোনামুখীতে বন দফতরের রেঞ্জ অফিসের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে । হুলা পার্টির সদস্যরা জানিয়েছেন, জীবনের চূড়ান্ত ঝুঁকি নিয়ে তাঁরা হাতির দলকে তাড়িয়ে বেড়াচ্ছেন । অথচ মাসের পর মাস ধরে মিলছে না মজুরী । ফলে সংসার চালাতে গিয়ে তাঁরা দেনায় জর্জরিত হয়ে পড়েছেন । অবিলম্বে বকেয়া বেতন মিটিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা । দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষোভকারীরা ।
প্রসঙ্গত,বাঁকুড়া জেলায় হাতি সমস্যা দীর্ঘদিনের । ফি বছর নিয়ম করে পশ্চিম মেদিনীপুর থেকে হাতির দল ঢুকে পড়ে বাঁকুড়া জেলায় । জেলার বিষ্ণুপুর, জয়পুর, সোনামুখী, পাত্রসায়ের,বড়জোড়া, গঙ্গাজলঘাটি প্রমুখ ব্লকগুলিতে বছরের একটা বড় সময় ধরে দাপিয়ে বেড়ায় বুনো হাতির দল । আর হাতির দল এলাকায় হানা দিলেই ডাক পড়ে হুলা পার্টির দলের । তারা জীবন বিপন্ন করে হাতির দলের হাত থেকে সাধারণ মানুষের প্রাণ,ঘরবাড়ি,ফসল রক্ষা করেন । তার পরিবর্তে মেলে দৈনিক ভিত্তিতে মজুরি । কিন্তু গত বছর থেকে মজুরি বকেয়া রয়েছে বলে জানিয়েছেন তাঁরা ।
জানা গেছে,এদিন হুলা পার্টির প্রায় শতাধিক সদস্য বন দফতরের সোনামুখী রেঞ্জ অফিসে হাজির হয়ে অফিসের মূল প্রবেশপথে তালা লাগিয়ে দেন । বকেয়া মজুরীর দাবিতে শুরু হয় বিক্ষোভ । তালাবন্দী হয়ে পড়েন দফতরের কর্মীরা । রেঞ্জ অফিসার বুঝিয়ে সুঝিয়ে বিক্ষোভ তোলার চেষ্টা করেন । কিন্তু প্রায় চার ঘন্টা পরেও একই পরিস্থিতি চলতে থাকে । ফলে দীর্ঘ সময় তালাবন্দী অবস্থায় কাটাতে হয় কর্মীদের ।
হুলা পার্টির সদস্য ধনঞ্জয় ঘোষ বলেন,’আমি গত বছরের ৮০ টি হাজিরার টাকা পাইনি । এবছরে এযাবৎ ২০ টি হাজিরার টাকা পাই । ১০০ টা হাজিরার টাকা যদি বকেয়া থাকে তাহলে কিভাবে সংসার চালাবো ? এনিয়ে রেঞ্জ অফিসের বড়বাবুকে বারবার বলা হলে উনি কেবল আশ্বাসই দিয়ে যাচ্ছেন । তাই এদিন অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখাতে বাধ্য হয়েছি । আমাদের বকেয়া টাকা অবিলম্বে মিটিয়ে দেওয়া হোক ৷’
সোনামুখী রেঞ্জের রেঞ্জ অফিসার দয়াল চক্রবর্তী হুলা পার্টির সদস্যদের মজুরি বকেয়া থাকার স্বীকার করে বলেন, ‘ওদের কিছু ডিএল এখনও কিছু বাকি আছে । সরকার তা ধাপে ধাপে মিটিয়ে দিচ্ছে । আগের সপ্তাহে কিছু টাকা দিয়েছে । চলতি সপ্তাহেও কিছু দেবে । একেবারে টাকা দেওয়া হচ্ছে না বলে যে দাবি করা হচ্ছে তা ঠিক নয় ।’।