সেখ মিলন,ভাতার(পূর্ব বর্ধমান),০৬ জানুয়ারী : অধিকাংশ ব্যাঙ্কের কাজে ইংরাজী ও হিন্দি ভাষাকে গুরুত্ব দেওয়া হলেও ব্রাত্য বাংলা ভাষা । হাতে গোনা কয়েকটি ব্যাঙ্কের ক্ষেত্রে এলাকাবাসীরা টাকা জমা,তোলা বা অনান্য ফর্মে তাঁদের মাতৃভাষায় ফর্ম পূরণের সুবিধা পান । কিন্তু সিংহভাগ ব্যাঙ্কেই সেই সুবিধা থেকে তাঁদের বঞ্চিত হতে হয় । তাই ব্যাঙ্কের কাজে বাংলা ভাষাকে গুরুত্ব দেওয়ার দাবিতে আন্দোলন শুরু করলে পূর্ব বর্ধমান জেলার ভাতারের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের গ্রাহকরা । বৃহস্পতিবার আন্দোলনকারীদের পক্ষ থেকে এনিয়ে ওই ব্যাঙ্কের ভাতার শাখার ম্যানেজারের হাতে একটি স্মারকলিপি তুলে দেওয়া হয় । ব্যাঙ্ক ম্যানেজার এই বিষয়ে উর্দ্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করার আশ্বাস দিয়েছেন বলে জানা গেছে ।
আন্দোলনকারীদের তরফ থেকে কৌশিক কোনার জানান, ভাতারের প্রায় একশ শতাংশ মানুষ বাংলা ভাষায় কথা বলেন । পড়াশোনা থেকে সরকারি অফিসের কাজকর্ম সবই হয় বাংলায় । অথচ অধিকাংশ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের কাজকর্ম করতে গেলে হয় ইংরাজী অথবা হিন্দিতে লেখা থাকে । বাংলার কোনও স্থানই নেই সেখানে । এমনকি ব্যাঙ্কের সাইনবোর্ডটি পর্যন্ত ইংরাজী অথবা হিন্দিতে লেখা । তিনি বলেন, ‘তাই আমাদের দাবি ব্যাঙ্কের কাজে বাংলা ভাষাকে প্রাধান্য দিতে হবে । ব্যাঙ্কের সামনের সাইনবোর্ডে ইংরাজী ও হিন্দির পাশাপাশি বাংলা ভাষা ব্যাবহার করতে হবে । অবিলম্বে আমাদের দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হব ।’।