এইদিন ওয়েবডেস্ক,সুরাট,০৬ জানুয়ারী : বৃহস্পতিবার সকালে গুজরাটের সুরাটের শচীন জিআইডিসি এলাকায় একটি প্রিন্টিং মিলে গ্যাস লিকেজের ঘটনায় কমপক্ষে ৬ জন শ্রমিকের মৃত্যুর খবর পাওয়া গেছে । অসুস্থ নুন্যতম ২০ জন শ্রমিক । অসুস্থদের হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের সুপারিনটেনডেন্ট ডাঃ ওমকার চৌধুরী । খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে গুজরাট পুলিশ এবং দমকল বিভাগ । চলছে উদ্ধার অভিযান । জানা গেছে,এদিন ভোরে মিলের কাছে একটি ড্রেনে রাসায়নিক ঢালছিলেন এক ট্যাঙ্কারের চালক । চারজন শ্রমিককে দিয়ে ট্যাঙ্কারের রাসায়নিক বর্জ্য পরিষ্কার করা হচ্ছিল । সেই সময় বিষাক্ত গ্যাস বের হতে শুরু করলে ওই ৪ জন শ্রমিক ছাড়াও আশপাশে কর্মরত ছাপাখানার শ্রমিকরা একে একে অসুস্থ হতে থাকে । ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয় । পরে আরও একজনের মারা যান । কমপক্ষে ২০ জন অসুস্থ হন । ওই ট্যাঙ্কারটি ভাদোদরা থেকে এসেছিল বলে জানা গেছে ।
পুলিশ জানিয়েছে,এফআইআর নথিভুক্ত করে ট্যাঙ্কারের চালক ও মালিকের সন্ধান চালানো হচ্ছে । প্রসঙ্গত,২০২০ সালে একই রকম একটি ঘটনা ঘটেছিল গুজরাটের ধোলকায় চিরিপাল গ্রুপ অফ কোম্পানিতে । ধোলকা তহসিলের সিমিজ-ধোলি গ্রামের কাছে ওই কোম্পানীতে গ্যাস লিকের কারনে চারজন শ্রমিক মারা গিয়েছিল ।
অন্যদিকে প্রায় একই সময়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল রাজধানী দিল্লিতে । দিল্লির লাল কেল্লার বিপরীতে চাঁদনিচকের লাজপত রাই বাজারে এদিন সকাল পৌনে ৫ টা নাগাদ আগুন লাগে । স্থানীয় মানুষ এবং দমকলের দমকলের ১২টি ইঞ্জিন মিলে আগুন নিয়ন্ত্রনে আনলেও তার আগেই ভস্মীভূত হয়ে যায় প্রচুর দোকানঘর । তবে আগুন লাগার কারন জানা যায়নি ।।