দিব্যেন্দু রায়,ভাতার(পূর্ব বর্ধমান),০৫ জানুয়ারী : বধুর আত্মহত্যার ঘটনায় মৃতার স্বামীকে গ্রেফতার করল পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার পুলিশ । পুলিশ জানিয়েছে, ধৃতের নাম মধূসুদন মণ্ডল(৩৫) । তাঁর বাড়ি ভাতার থানার পালাড় গ্রামে । জানা গেছে,মৃতার নাম চাঁপা মণ্ডল(৩০) ওরফে চম্পা । তাঁর বাপের বাড়ি কালনা থানার পাথরডাঙ্গা গ্রামে । প্রায় ১৮ বছর আগে মধূসুদন মণ্ডলের সঙ্গে তাঁর দেখাশোনা করে বিয়ে হয়েছিল । তাদের দুই পুত্রসন্তান রয়েছে । মৃতার শ্বশুরবাড়ির দাবি,মৃত্যুর কয়েকমাস আগে থেকেই বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন চাঁপাদেবী । আত্মঘাতী হওয়ার মাস দেড়েক আগে তিনি শ্বশুরবাড়ি ছেড়ে চলেও গিয়েছিলেন । আশ্রয় নিয়েছিলেন পাথরডাঙ্গা গ্রামের এক আত্মীয়বাড়িতে । মধূসুদন তাকে বুঝিয়ে সুঝিয়ে বাড়ি ফিরিয়ে এনেছিলেন ।
জানা গেছে,ফিরে আসার দিন দুয়েকের মাথায় গত বছর ৩ মার্চে শ্বশুরবাড়িতে চাঁপা মণ্ডলের ঝুলন্ত দেহ উদ্ধার হয় । এই ঘটনায় পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে ঘটনার তদন্ত শুরু করে । কিন্তু মৃতার মা মীরারাণী মালিক জামাইসহ তাঁর বাড়ির লোকজনের বিরুদ্ধে বধু নির্যাতনের অভিযোগ তুলে কালনা আদালতে একটি মামলা দায়ের করেন । তাঁর আবেদনের পরিপ্রেক্ষিতে ভাতার থানাকে এফআইআর দায়েরের নির্দেশ দেয় আদালত । অবশেষে আদালতের নির্দেশ অনুসারে এফআইআর দায়ের করে মঙ্গলবার রাতে মৃতার স্বামীকে তাঁর বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ । বুধবার ধৃতকে বর্ধমান আদালতে পাঠানো হয় ।।