দিব্যেন্দু রায়,কাটোয়া(পূর্ব বর্ধমান),০৫ জানুয়ারী : উড়িষ্যার এক গৃহবধুকে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দিল পূর্ব বর্ধমান জেলার কাটোয়া থানার পুলিশ । পুলিশ জানিয়েছে,রবিবার রাতের দিকে কাটোয়া থানার পুলিশ কর্মীরা টহলদারির সময় বছর সাতাশের ওই বধুকে এলাকায় উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি করতে দেখে । তাঁকে উদ্ধার করে থানায় এনে জিজ্ঞাসাবাদ করে জানতে পারা যায় মহিলার নাম ইসরত পারভীন । তাঁর বাড়ি উড়িষ্যার বালেশ্বর জেলায় । এরপর ওই এলাকার থানার মাধ্যমে বধুর পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয় । খবর পেয়ে বুধবার মহিলার স্বামী শেখ সওকত আলি এবং ভাই শেখ সাবেদ কাটোয়া থানায় এসে তাঁকে বাড়ি ফিরিয়ে নিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ ।
সওকত আলি জানিয়েছে,তাঁদের দুই সন্তান রয়েছে। কয়েকমাস ধরেই তাঁর স্ত্রী মানসিক রোগে ভুগছিলেন । গত সপ্তাহে সে হঠাৎ বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায় । অনেক খোঁজাখুঁজি করেও তাঁর কোনও সন্ধান পাননি । শেষে তাঁদের এলাকার পুলিশের কাছ থেকে জানতে পারেন তাঁর স্ত্রী কোনওভাবে পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলায় চলে এসেছে । স্ত্রীকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়ার আগে কাটোয়া থানার পুলিশকে কৃতজ্ঞতা জানিয়েছেন বধুর স্বামী ও ভাই ।।