এইদিন ওয়েবডেস্ক,বলরামপুর,০৫ জানুয়ারী : উত্তরপ্রদেশের বলরামপুর জেলায় সমাজবাদী পার্টি (এসপি) নেতা তথা তুলসীপুরের প্রাক্তন চেয়ারম্যান
ফিরোজ পাপ্পুকে কুপিয়ে খুন করল দুষ্কৃতিরা । মঙ্গলবার গভীর রাতে এই ঘটনার পর এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে । আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গোটা এলাকা জুড়ে টহল দিচ্ছে পুলিশবাহিনী । ঘটনার তদন্তে টিম গঠন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ । জানা গেছে,ফিরোজ তুলসীপুর নগর পঞ্চায়েত সভাপতি কাহকাশানের (Kahakashan) স্বামী ।
পুলিশ সূত্রে খবর,মঙ্গলবার রাতে তুলসীপুরের জারওয়া মোড়(Jarwa Marg) থেকে বাড়ি ফিরছিলেন ফিরোজ । সেই সময় অজ্ঞাতপরিচয় দুষ্কৃতিরা তাঁকে অতর্কিতে আক্রমণ করে । তারা ধারালো অস্ত্র দিয়ে ফিরোজের ঘাড়ে ও কপালে কুপিয়ে পালায় । ফিরোজ অচৈতন্য অবস্থায় ঘটনাস্থলে লুটিয়ে পড়লে দুষ্কৃতিরা পালিয়ে যায় । স্থানীয় বাসিন্দাদের নজরে পড়লে তাঁরা ফিরোজকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে কমিউনিটি হেলথ সেন্টারে নিয়ে যায় । কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন । বুধবার মৃতদেহটি ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠিয়েছে পুলিশ । এদিকে খুনের খবর চাওড় হতেই দুষ্কৃতিদের অবিলম্বে গ্রেফতারের দাবিতে তুমুল বিক্ষোভ দেখাতে শুরু করে দেয় এসপি কর্মী ও সমর্থকরা । শেষে পুলিশ সুপার হেমন্ত কুটিয়ালের কাছ থেকে আশ্বাস পেলে পরিস্থিতি নিয়ন্ত্রনে আসে ।।