এইদিন ওয়েবডেস্ক,মালদা,০৪ জানুয়ারী : তোলা আদায় বন্ধে উদ্যোগী হওয়ায় ট্যাক্সি ইউনিয়নের সভাপতিকে বেদম মারধরের অভিযোগ আইএনটিইউসি-র জেলা সভাপতিসহ তাঁর দলবলের বিরুদ্ধে । ঘটনাটি ঘটেছে মালদা শহরের রথবাড়ি এলাকায় । এনিয়ে আইএনটিইউসির মালদা জেলা সভাপতি লক্ষ্ণী গুহসহ কয়েকজনের বিরুদ্ধে এনিয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন বলে জানিয়েছেন রথবাড়ি ট্যুরিস্ট ট্যাক্সি ইউনিয়নের সভাপতি আহত মনসুর আলি ।
মনসুর আলি জানিয়েছেন,রথবাড়ি মোড়ে পুলিশ ফাঁড়ির পাশেই রয়েছে ট্যাক্সি স্ট্যান্ড । সোমবার সন্ধের দিকে আইএনটিইউসির জেলা সভাপতি লক্ষ্ণী গুহ,সূরোজ নামে এক যুবকসহ কয়েকজন সেখানে জড়ো হয়ে তাঁকে বেদম মারধর শুরু করে । প্রথমে ওরা লোহার রড দিয়ে ব্যাপক মারধর করে । তিনি ম মাটিতে পড়ে গেলে সবাই মিলে তাঁকে এলোপাতাড়ি লাথি মারে । পাশের লোকজন তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যায় ।’
তাঁর অভিযোগ,’ওরা এতদিন ট্যাক্সি স্ট্যান্ডে তোলাবাজি করে আসছিল । কিন্তু আমি ট্যাক্সি স্ট্যান্ডের সভাপতি হিসাবে উদ্যোগী হয়ে সম্প্রতি তোলা দেওয়া বন্ধ করে দিয়েছি । ওরা তোলা বাজি করে আর সেই টাকায় খায় । এছাড়া ওদের আর কোনও কাজ নেই । ট্যাক্সি চালকদের উন্নয়নে কোনও কাজেই লাগে না ওই সংগঠন । আর এই জুলুমবাজির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্যই আমার উপর হামলা চালানো হয়েছে । আশেপাশে লোকজন না থাকলে ওরা হয়তো আমাকে মেরেই ফেলত ।’
যদিও রথবাড়ি ট্যাক্সি ইউনিয়নের সভাপতির এই অভিযোগ সম্পূর্ন ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন আইএনটিইউসির জেলা সভাপতি লক্ষ্ণী গুহ ।।