এইদিন ওয়েবডেস্ক,নয়া দিল্লি,০৩ জানুয়ারী : শুভেন্দু অধিকারী ইস্যুতে সুপ্রিম কোর্টে জোর ধাক্কা খেলো মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস সরকার । পুরনো মামলায় বিজেপি নেতা তথা বিধানসভার বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারীর গ্রেফতারি নিয়ে যে রক্ষাকবজ দিয়েছিল কলকাতা হাইকোর্ট,সেই রায়কেই বহাল রাখলো সুপ্রিম কোর্টও । সোমবার বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবং এএস বোপান্নার ডিভিশন বেঞ্চ শুভেন্দু সংক্রান্ত মামলায় রাজ্যের আবেদন খারিজ করে দিয়ে জানিয়েছেন, একই আদেশের বিরুদ্ধে আসা এটি দ্বিতীয় মামলা । কলকাতা হাইকোর্ট শুভেন্দুর বিরুদ্ধে যে কোনও জবরদস্তিমূলক পদক্ষেপের উপর যে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছিল তার উপর কোনও রকম হস্তক্ষেপ করতে অস্বীকার করে সুপ্রীম কোর্ট ।
প্রসঙ্গত,শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদানের পর থেকেই তাঁর বিরুদ্ধে একের পর এক মামলা রজু হয়েছে । চাকরির নামে প্রতারনা, পুলিশকে হুমকি,দেহরক্ষীর অস্বাভাবিক মৃত্যুসহ মোট ৫ মামলা রজু করা হয় শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে । অবশ্য পরে দুটি মামলা আদালতে খারিজ হয়ে যায় । গত বছরের ৬ সেপ্টেম্বর কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বাকি ৩ মামলা নিয়ে আবেদনের শুনানির সময় তাঁর বিরুদ্ধে যে কোনও জবরদস্তিমূলক পদক্ষেপের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছিল ।
এরপর হাইকোর্টের আদেশকে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এদিন সেই আবেদনের শুনানিকালে হাইকোর্টের আদেশ স্থগিত করতে অস্বীকার করে সুপ্রিম কোর্ট । ফলে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে গ্রেফতারির মত কোনও প্রকার কড়া পদক্ষেপ নিতে পারবে না রাজ্য পুলিশ ।।