এইদিন ওয়েবডেস্ক,জম্মু-কাশ্মীর,০১ জানুয়ারী : ইংরাজী নতুন বছরের শুরুতেই জম্মু ও কাশ্মীরের বিখ্যাত মাতা বৈষ্ণো দেবী মন্দিরে মর্মান্তিক দূর্ঘটনার কবলে পড়লেন পূণ্যার্থীরা ৷ শনিবার পূজো দেওয়ার জন্য প্রচুর পূণ্যার্থীদের ভিড় হয়েছিল বৈষ্ণো দেবী মন্দিরে । ত্রিকুটা পাহাড়ের উপরে মন্দিরের গর্ভগৃহের বাইরে তিন নম্বর গেটের কাছে হুড়োহুড়িতে অনেক মানুষ নিচে পড়ে গিয়ে পদদলিত হন । তাঁদের মধ্যে কমপক্ষে ১২ জন নিহত এবং ২০ জন আহত হয়েছেন । আহতদের অধিকাংশ মাতা বৈষ্ণো দেবী নারায়না সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন । আহতদের মধ্যে চারজনের নাম আশঙ্কাজনক বলে জানা গেছে । মৃতদেহ ময়নাতদন্তের জন্য কাটরা বেস ক্যাম্পের একটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে । হতাহতরা দিল্লি, হরিয়ানা, পাঞ্জাব এবং একজন জম্মু ও কাশ্মীরের বাসিন্দা বলে জানিয়েছেন কমিউনিটি হেলথ সেন্টারের ব্লক মেডিকেল অফিসার, গোপাল দত্ত ।
জম্মু ও কাশ্মীরের রাজ্যপাল মনোজ সিনহা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে এনিয়ে কথা বলেছেন । রাজ্যপাল ঘোষণা করেছেন, কাটরার মাতা বৈষ্ণো দেবী মন্দিরে পদদলিত হয়ে যারা মারা গেছেন তাঁদের প্রত্যেকের পরিবারকে এককালীন ১০ লক্ষ টাকা এবং আহতদের ২ লক্ষ টাকা দেওয়া হবে । এছাড়া তিনি জানিয়েছেন,এদিনের এই দূর্ঘটনা নিয়ে উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে । তদন্ত কমিটির প্রধান থাকবেন প্রধান সচিব (স্বরাষ্ট্র), এডিজিপি, জম্মু এবং বিভাগীয় কমিশনার ।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইটারে শোক প্রকাশ করে লিখেছেন,’মাতা বৈষ্ণো দেবী মন্দিরে পদদলিত হয়ে প্রাণহানির ঘটনায় অত্যন্ত দুঃখিত । শোকাহত পরিবারের প্রতি সমবেদনা । আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুন ।’।